গজনি থেকে রেট্রো: স্ক্রিপ্ট বাছাইতেই কি পিছিয়ে পড়ছেন Suriya

স্টারডম কখনও হারায় না, মাঝে মাঝে শুধু ঘুমিয়ে থাকে। এক সময় যিনি ছিলেন তামিল-তেলুগু সিনেমার পোস্টারবয়, আজ তিনিই নতুন করে নিজের জায়গা খুঁজে নিচ্ছেন। তিনি সুরিয়া—যার অভিনয়, বিনয় আর পর্দায় উপস্থিতি একসময় দাপটের সঙ্গে শাসন করেছে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি।

গজিনি থেকে শুরু করে সিংঘাম বা সুরারাই পোট্রু—প্রতিটা চরিত্রে তিনি দেখিয়েছেন কতটা গভীরভাবে তিনি স্ক্রিপ্টে ডুবে যেতে পারেন। তবে বাস্তবতা বলছে, গত কয়েক বছর ধরে তাঁর সিনেমার বাছাই নিয়ে প্রশ্ন উঠছে। ইথার্ক্কুম থুনিন্ধাভান, কাঙ্গুয়া—এমনকি রেট্রো পর্যন্ত একটার পর একটা সিনেমা প্রত্যাশা পূরণ করতে পারেনি।

অবশ্যই তাঁর স্ক্রিন প্রেজেন্স আজও তীব্র। জয় ভীম কিংবা সুরারাই পোট্রু—এই দুই ওটিটি রিলিজ তাকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছিল। কিন্তু বড় পর্দায় দর্শকের মন জয় করতে পারেননি অনেকদিন। রোলেক্স চরিত্রে তাঁর ঝলক দেখিয়ে দিয়েছিল, আগুন এখনও নিভে যায়নি। কিন্তু এক ঝলক নয়, এবার দরকার এক ফুল ফ্লেজড কামব্যাক।

ফ্যানেরা এখনও মুখ ঘুরিয়ে নেয়নি। বরং তাঁরা চাইছেন আবার সেই পুরনো সুরিয়াকে ফিরে পেতে—যিনি স্ক্রিপ্টের উপর ভরসা করে বাজি ধরতেন। যাঁর সিনেমা মানেই থাকত টানটান থ্রিল আর আবেগের ছোঁয়া।

এখন শোনা যাচ্ছে, ভেঙ্কি আটলুরির সঙ্গে নতুন এক প্রোজেক্টে কাজ করছেন সুরিয়া। ভেঙ্কির সিনেমা মানেই একটা ইউনিক গল্প, একগুচ্ছ আবেগ আর ভিন্নতর উপস্থাপন। সঠিক পরিচালকের হাতে পড়লে সুরিয়া আবার সেই ম্যাজিক ফিরিয়ে আনতে পারেন—এটা শুধু অনুমান নয়, এটাই ভক্তদের বিশ্বাস।

পর্দার স্টার হতে সময় লাগে, কিন্তু মানুষের মনে জায়গা করতে লাগে একটা চরিত্র। সুরিয়া সেটা বহুবার করে দেখিয়েছেন। এবার শুধু দরকার, সেই একটা স্ক্রিপ্ট—যেটা আবার তাঁকে ফিরিয়ে আনবে আলোয়, আস্থায়, আর সাফল্যের শিখরে।  

এফপি/টিএ 


Share this news on:

সর্বশেষ

img
৫০ বছরে অনেককেই দেখেছেন এবার জামায়াতকে নির্বাচিত করেন, আহ্বান জামায়াত নেতার May 04, 2025
img
নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা May 03, 2025
বিমানে বিএনপি নেত্রীর নিরাপত্তা সংকট! সরিয়ে দেওয়া হয়েছে কেবিন ক্রু May 03, 2025
img
সালিশের নামে চাঁদা আদায়ে জাপা নেতা মিলন গ্রেফতার May 03, 2025
img
জুলাই শেষ হয়নি, বিরোধীশক্তি হামলার প্রস্তুতি নিচ্ছে : শফিকুল আলম May 03, 2025
বিমানে নয়, এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া May 03, 2025
আম-কাঁঠালের পর এবার বর্জ্য চায় চীন! May 03, 2025
মেজর হাফিজ বলেছিলেন, সাকিব রাজনীতি করো না! May 03, 2025
সাকিবকে এখনো ক্রিকেটে প্রয়োজন: নাদিয়া নদী May 03, 2025
দ্রৌপদীর শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন মিথিলা May 03, 2025