৮ ঘণ্টা পর দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মো. রিমন ও সাজেদুল ইসলাম নামে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ ঘণ্টা পর তাদের ফেরত দেয়।

শুক্রবার (২ মে) দিবাগরাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের ফেরত দেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাটিয়ারপাড় সীমান্তের ৮২৫ নম্বর সাব-পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। রিমন পাটগ্রাম উপজেলার মোস্তাক হোসেনের ছেলে এবং তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। অন্যজন বগুড়া শহরের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম। তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে টিকটকের ভিডিও বানাচ্ছিলেন রিমন ও সাজেদুল। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। ঘটনার পরপরই বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে ফেরত আনা হয়।

ফেরত আসা রিমন ও সাজেদুল জানান, দেশে ফিরে আসার পর তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর দ্রুত দুই বাংলাদেশিকে নিরাপদে ফিরিয়ে আনায় বিজিবিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগীদের পরিবার।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফকে বৈঠকের আহ্বান জানালে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুইজন শিক্ষার্থীকে রাতে ফেরত দিয়েছে।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

img
অহনার প্রাক্তনের কথা জানালেন শামীম May 07, 2025
ঋণের টাকা বাড়িয়ে নেয়া কি জায়েজ? | ইসলামিক জ্ঞান May 07, 2025
img
টানা চার দিন তাপপ্রবাহের পূর্বাভাস May 07, 2025
img
ঝিনাইদহে পুলিশের ওপর হামলা, আটক ৪ May 07, 2025
img
পাকিস্তানের দাবি : ভারতীয় সেনাবাহিনী সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে May 07, 2025
img
পাকিস্তানে ভারতের হামলায় দুঃখ প্রকাশ চীনের, সংযমের আহ্বান May 07, 2025
img
ইসলামাবাদেও স্কুল বন্ধ ঘোষণা, লোকজনকে ঘরে থাকার নির্দেশ May 07, 2025
img
জম্মু ও কাশ্মীরে ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত, জানালো ভারতের সরকারি সূত্র May 07, 2025
img
এপ্রিলে রাজনৈতিক সহিংসতায় ১১ জন নিহত : এইচআরএসএস প্রতিবেদন May 07, 2025
img
পাকিস্তানের ৬টি অঞ্চলের ২৪ স্থাপনায় ভারতের হামলা May 07, 2025