স্বেচ্ছাসেবক লীগ নেতা মহাব্বত গ্রেফতার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মহাব্বত মল্লিককে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মহাব্বত মল্লিক সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের মৃত আবুল খায়ের মল্লিকের ছেলে এবং একই ইউনিয়ন স্বেচ্ছাসেব লীগের সভাপতি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে থানার এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার ভান্ডারিয়া এলাকা অভিযান চালিয়ে মহাব্বত মল্লিককে গ্রেফতার করেন।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর আন্দোলন চলাকালে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা ১০০-১৫০ জন আসামি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসেনসহ অনেকে গুলিবিদ্ধ ও আহত হন। ঘটনার পরদিন ভুক্তভোগী ও রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বেপারীপাড়া গ্রামের মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে সদর থানায় ১৪ জন এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

গ্রেফতার মহাব্বত মল্লিক ওই মামলার আসামি।

আরএম/এসএন

Share this news on: