আপসহীনতার এক অনন্য উদাহরণ আমাদের বেগম খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। শনিবার (৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা লেখেন তিনি।
স্ট্যাটাসে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ‘আপসহীনতার এক অনন্য উদাহরণ আমাদের বেগম জিয়া।’
তিনি লেখেন, ‘এই শিরদাঁড়া হার মানেনি, হার মানতে দেয়নি এ দেশকে, এ দেশের মানুষকে।
দল-মত-নির্বিশেষে সবারই ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকবে আপনার প্রতি। সহি-সালামতে ফিরে আসুন।’
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন। লন্ডনের চিকিৎসা ও পারিবারিক আবহে কাটানো এই সময়ের পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।
আরএম/এসএন