ভারত সিরিজ বাতিলের গুঞ্জন, যা জানালেন বিসিবি সভাপতি

চলতি বছরের আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজটির সময়সূচিও ইতোমধ্যে ঘোষণা করেছে বিসিবি। কিন্তু সম্প্রতিক দুই দেশের রাজনৈতিক সম্পর্কে ভাটা পড়ায় আসন্ন সিরিজটি স্থগিত হতে পারে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
 
গণমাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্রের ভাষ্য ‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি’

ভারতের বিপক্ষে সাদা বলের এই সিরিজ বাতিলের শঙ্কা নিয়ে আজ শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'ভারত এ মুহূর্তে আমাদের কিছু জানায়নি, একটা পত্রিকার খবরের কথা শুনেছি। ওরা পুরো ট্যুর নিশ্চিত করেছে। ভ্রমণসূচিও তৈরি হয়ে গেছে। পরিস্থিতিটা তো আমি এ সম্পর্কে বলতে পারব না। তবে এ মুহূর্তে পুরো ট্যুর আছে। এটা নিয়ে কোনো কথা শুনিনি যে হবে না।'
 
আইসিসি সভাপতি ও প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহর পাশাপাশি বর্তমান বিসিসিআই সচিব সাইকিয়ার সাথেও আলোচনা হয়েছে বলে জানান ফারুক, ‘আমি দুইবার আইসিসি মিটিংয়ে গিয়েছি। প্রথমবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ছিল, তাঁর সাথে কথা বলেছি। ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। পরেরবার তাঁর সাথে যখন মিটিং করেছি সে আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। তবে তার তো একটা ভালো প্রভাব আছে বিসিসিআইতে। নতুন যে সেক্রেটারি ওদের দেবজিত সাইকিয়া, ওর সাথেও কথা বলেছি। অনুরোধ করেছি। আমি মনে করি এখনও এটা ঠিক সময়ে হওয়ার (সম্ভাবনা) আছে।’
 
সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথার ছিল ভারতীয় দলের। এ ছাড়া ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা ছাড়াও চট্টগ্রামেও হওয়ার কথা ছিল ম্যাচ।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জরুরি তলব পাকিস্তানের May 07, 2025
img
বার্সা ম্যাচের আগে দু’দিন কেঁদেছেন লাউতারো, জানালেন কারণ May 07, 2025
img
‘মৃত্যু নিয়ে মজা নিয়েন না’, বর্ষাকে সাবধান করলেন পরীমণি May 07, 2025
img
শুটিং ফ্লোর পরিষ্কার করতেন, এখন ২৩৮ কোটির মালিক এই নায়িকা May 07, 2025
img
টাইগারদের ইনজুরি ও ফিটনেস ট্র্যাকিংয়ে আসছে অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম May 07, 2025
img
র‍্যাব ক্যাম্প থেকে উদ্ধার সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ May 07, 2025
img
পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ May 07, 2025
img
পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো ‘উসকানিমূলক’ May 07, 2025
img
আওয়ামী লীগের দলীয় কোন্দলে আহসান উল্লাহ মাস্টার নিহত হন May 07, 2025
img
পিএসজির মাঠে জাদু দেখিয়ে ফাইনালে যেতে চায় আর্সেনাল May 07, 2025