তিন বছর পর রোমান্টিক গানে নাদিয়া ডোরা

‘চলো প্রেমে পুড়ে যাই, ভালোবেসে উড়ে যাই, হৃদয় গহনে এই মন গহিনে দুজনে মিলে হবো ছাঁই’—এমন কথায় নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী নাদিয়া ডোরা। অটমনাল মুনের কথা-সুর ও সংগীত পরিচালনায় রোমান্টিক গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হিসেবেও ধরা দিয়েছেন ডোরা।

মূলত ফোক গানে সবাই নাদিয়া ডোরাকে চিনলেও তিনি এবার একটু অন্য রকম করেই ধরা দিলেন। তিন বছর পর রোমান্টিক গান নিয়ে শ্রোতাদের সামনে এলেন।আপাতত নতুন গান প্রকাশের উচ্ছ্বাসে ভাসছেন। শ্রোতাদের কাছ থেকে পাওয়া প্রশংসাও তাকে ভাসিয়ে নিচ্ছে নতুন এ সৃষ্টির অনুপ্রেরণায়।

নাদিয়া ডোরা বলেন, ‘আমার পক্ষ থেকে এটা ভক্তদের জন্য উপহার। আমি যে সব সময় ফোক গাই তা নয়, আমি যে রবীন্দ্রসংগীত গাই বা আধুনিক গানও গাই এ মেসেজটাই ভক্তদের দিতে চেয়েছি এ গানের মধ্য দিয়ে।

রূপ বদলে নতুন রূপ নিয়ে হাজির হলাম। ভালোবাসার এ গানে আমার ভয়েজের একটা ডিফরেন্ট আঙ্গিক ধরা পড়বে শ্রোতাদের কানে। মডেল হিসেবে অভিনয়ও করেছি। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে গানটা।
 
গানটি প্রসঙ্গে অটমনাল মুন বলেন, ‘এ গানটা করে যখন ডোরাকে পাঠালাম, ও দারুণ পছন্দ করল। এ গানটা যে জনরার তাকে চিলস স্টেপ বলে। গানটিতে অন্যান্য মিউজিকের পাশাপাশি ইলেক্ট্রিক গিটার, অ্যাকুইস্টিক গিটার, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্ট মিক্স করে আমার সিগনেচারটা রেখেছি। গানটিতে সুদিং যে সাউন্ডটা তৈরি করেছি এটা শ্রোতাদের জন্য একটা সুন্দর ট্রিপের মতো অভিজ্ঞতা দেবে। আশা করছি, গানটি শ্রোতাদের কাছে ধীরে ধীরে পৌঁছে যাবে।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
এবার বিলাওয়াল ভুট্টো ও ইমরান খানের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করলো ভারত May 04, 2025
আরেক দফা কমলো স্বর্ণের দাম May 04, 2025
অটোরিকশা বন্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন May 04, 2025
বিমান ছেড়ে যে কারণে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে খালেদা জিয়াকে May 04, 2025
img
আজ হচ্ছে না চিন্ময় দাসের জামিন শুনানি May 04, 2025
সাগর-রুনি মামলায় নতুন মোড়, টাস্কফোর্সের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য May 04, 2025
যানজট নিরসনে যে সিদ্ধান্ত নিল ডিএমপি May 04, 2025
img
গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার: তথ্য উপদেষ্টা May 04, 2025
img
আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই : শিমলা May 04, 2025
img
নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু May 04, 2025