ভারত সরকার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোসহ একাধিক পাবলিক ফিগারের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করেছে। ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারত থেকে ইমরান খান ও বিলাওয়াল ভুট্টোর X (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে দেখা যাচ্ছে, অ্যাকাউন্টগুলো "আইনি দাবির প্রেক্ষিতে" সীমাবদ্ধ। একইভাবে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, ইকরা আজিজ, সাজল আলি, ইমরান আব্বাসসহ অনেকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারত থেকে দেখা যাচ্ছে না।
এছাড়া ভারত সরকার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলও ব্লক করেছে, যেগুলোর বিরুদ্ধে “উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো”-র অভিযোগ রয়েছে। এসবের মধ্যে ডন নিউজ, জিও নিউজ, সামা টিভি, আরওয়াই নিউজের মতো বড় বড় গণমাধ্যমও রয়েছে। এমনকি পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ইউটিউব চ্যানেলও ভারত থেকে ব্লক করা হয়েছে।
এই পদক্ষেপগুলো এসেছে জম্মু-কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পর, যেখানে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ভারত সরকার হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলোকেই দায়ী করছে। এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস, সামরিক এটাচি বহিষ্কার, ইন্দাস পানি চুক্তি স্থগিত ও আত্তারি সীমান্ত বন্ধের মতো কঠোর পদক্ষেপ নিয়েছে।
এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও শিমলা চুক্তি স্থগিত, আকাশসীমা ও ওয়াগা সীমান্ত বন্ধ, এবং ভারত-পাকিস্তান সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছে। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইন্দাস চুক্তির আওতায় নির্ধারিত পানি সরাতে চেষ্টা করলে তা "যুদ্ধের কাজ" বলে বিবেচিত হবে।
এই অবস্থায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ মোড় নিচ্ছে।
এসএস/এসএন