ভারতে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৪৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৪৬ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেলে শ্যামকুড়, মাঠিলা, খোশালপুর, কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৪৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। এ সময় ২০ বোতল ভারতীয় মদসহ দুই জন মাদক কারবারিকেও আটক করা হয়।

বিজিবি জানায়, আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ১৭ জন নারী ও ১৯ জন শিশু রয়েছে। তারা সবাই নোয়াখালী, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা ও ঝিনাইদহ জেলার বাসিন্দা।

জব্দ মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এসএম/এসএন

Share this news on: