আইপিএলে ম্যাক্সওয়েলের ‘রিপ্লেসমেন্ট’ পিএসএলের বদলি খেলোয়াড়

এবারের আইপিএল আসর যাচ্ছেতাই ছিল গ্লেন ম্যাক্সওয়েলের জন্য। ৭ ম্যাচে মাত্র ৮ গড় এবং ৯৭.৯৫ স্ট্রাইকরেটে তিনি ৪৮ রান করেছেন। ফর্মহীন হওয়া সত্ত্বেও পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং তাকে নিয়মিত খেলানো নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে তাকে আর সেই পরিস্থিতি সামলাতে হচ্ছে না। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন ম্যাক্সওয়েল। তার বদলে দলে নেওয়া হয়েছে পিএসএল ‘রিপ্লেসমেন্ট’ বা বদলি খেলোয়াড় হিসেবে খেলা মিচেল ওয়েন।
 
পুরো বিষয়টি আরও মজার। অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার মিচেল ওয়েন পিএসএলে ডাক পেয়েছিলেন এমন একজনের জায়গায়, যিনি অনেকটা বিদ্রোহ করে আইপিএলে নাম লেখান। ড্রাফট থেকে করবিন বশকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি।

এরপর আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের দক্ষিণ আফ্রিকান পেসার লিজাড উইলিয়ামস চোটে পড়ায় ডাক পড়ে বশের। কিন্তু পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি পেশোয়ারের সঙ্গে চুক্তি করা সত্ত্বেও তিনি সাড়া দেন মুম্বাইয়ের ডাকে। ভবিষ্যৎ লাভের আশায় তিনি পাড়ি জমান আইপিএল।

পিএসএলের সঙ্গে এভাবে বিদ্রোহ করার বিষয়টি মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তি ভাঙায় পিসিবি প্রথমে বশকে আইনি নোটিশ পাঠিয়েছিল। পরে ক্ষমা চেয়ে পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বশ জানান, ‘পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে আমি লজ্জিত। সে কারণে পাকিস্তান, পেশোয়ার জালমিসহ ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ তবে পিসিবি ঠিকেই তার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, প্রোটিয়া তারকাকে পিএসএলে নিষেধাজ্ঞা দেয় এক বছরের জন্য।
 
পরে বশের বদলি ক্রিকেটার হিসেবে পেশোয়ার দলে ভেড়ায় অজি ক্রিকেটার মিচেল ওয়েনকে। যদিও পিএসএলে তিনি খুব একটা সুবিধা করতে পারছেন না। পেশোয়ারের হয়ে এখন পর্যন্ত ৬ ইনিংসে ১৬.৮৩ গড় এবং ১৯৮ স্ট্রাইকরেটে ১০১ রান করেন তিনি। তবে স্বদেশি কিংবদন্তি পন্টিংয়ের নজর রয়েছে তার ওপর। ফলে পাঞ্জাবের কোচ ম্যাক্সওয়েলের পরিবর্তে তাকে ডেকে পাঠিয়েছেন আইপিএলে। পিএসএলে ওয়েন দল পেয়েছেন ৩ কোটি রুপিতে।
 
পরিস্থিতি অনুসারে এখন স্বভাবতই প্রশ্ন উঠেছে– ওয়েনও কি তাহলে পিএসএলের সঙ্গে বিদ্রোহ করে আইপিএলে যোগ দেবেন? সেই উত্তর দিয়েছেন ইএসপিএন ক্রিকইনফো। তাদের তথ্যমতে– ১৮ মে শেষ হবে পিএসএল আসর। শিরোপার দৌড়ে টিকে আছে পেশোয়ারও। অর্থাৎ, পিএসএল শেষ হলেই ওয়েন আইপিএলে যোগ দিতে পারবেন। এদিকে, ১৬ মে পর্যন্ত চলবে আইপিএলের লিগপর্ব। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছে পাঞ্জাব, ফলে ওয়েনের সামনে আইপিএলেও অভিষেক হওয়ার ভালো সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, প্রথমে পিএসএলের ড্রাফটে কেউ না নিলেও ওয়েণ নজর কেড়েছেন সর্বশেষ বিগ ব্যাশে। ফাইনালে তাসমানিয়ার এই তারকা ব্যাটার হোবার্ট হারিকেন্সের হয়ে সেঞ্চুরি (৪২ বলে ১০৮ রান) করেছেন। যা অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
এডিবি ও আইএমএফের সহায়তা না পেলেও বাস্তবসম্মত বাজেট করা হবে : অর্থ উপদেষ্টা May 04, 2025
img
শরিয়া কার্যকরে ‘নম্রতা’ নয়, আফগান প্রধান নেতার নির্দেশ May 04, 2025
img
১০ মাসে এসেছে ২৪.৫৪ বিলিয়ন ডলার, এপ্রিলেই রেমিট্যান্স ২৭৫ কোটি ডলার May 04, 2025
img
এসএসসি পরীক্ষার ১১তম দিন, বহিষ্কার ২৯, অনুপস্থিত ২৮৭০৯ জন May 04, 2025
img
এনসিপি থেকে বহিষ্কারের পর দুদকের জালে সালাউদ্দিন তানভীর May 04, 2025
বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন May 04, 2025
আওয়ামী লীগ ও ছাত্রলীগের শীর্ষ ১৩ নেতার বিরুদ্ধে রাশেদের মামলা May 04, 2025
রাজু ভাস্কর্যের ধুলাবালিতে পড়ে থাকবে, এটা এই সরকার থেকে প্রত্যাশা করি না May 04, 2025
img
ইরানকে মধ্যপ্রাচ্যের নেতা হিসেবে দেখতে চায় রাশিয়া ও চীন! May 04, 2025
img
নতুন অধিনায়ক লিটনকে শুভকামনা জানালেন শান্ত May 04, 2025