‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া প্রতিশ্রুতিতে সম্মান দেখায় না ভারত’

কাশ্মীর বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাচ্ছে না ভারত। যুক্তরাজ্যে নিয়োজিত পাকিস্তানের হাই কমিশনার ড. মোহাম্মদ ফয়সাল বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশন অনুযায়ী বিরোধপূর্ণ এলাকায় (জম্মু-কাশ্মীর) গণভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। তারা সেই প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখায়নি।

বিদেশি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আসুন জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করি। কাশ্মীর একটি বিরোধপূর্ণ ভূখণ্ড এটা মেনে নেওয়ার মধ্যেই আছে সমাধান। এ সমস্যার সমাধান করতে হবে দ্বিপক্ষীয় চুক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজ্যুলুশনের অধীনে।

তিনি আরও জোর দিয়ে বলেন, পহেলগাম সম্পর্কে কোনো রকম তথ্যপ্রমাণ ছাড়া ভারত যে অভিযোগ করছে তা ডাহা মিথ্যা। তিনি আরও বলেন, এরই মধ্যে পহেলগাম হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে। কারা ওই হামলা চালিয়েছে তা বের করার জন্য যৌথভাবে তদন্ত করতে পারে পাকিস্তান। তিনি বলেন, যেকোনো রকম সন্ত্রাসের নিন্দা জানায় পাকিস্তান।

এমনিতেই তার দেশ সন্ত্রাসের কারণে অনেক মূল্য দিতে হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ভারতীয় ৯ লাখ সেনা আছে। পাকিস্তানের প্রতি ভারত যুদ্ধংদেহী। আমরা উত্তেজনা চাই না। ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশীদের বদলে ফেলা যায় না। আমাদেরকে একসঙ্গে বসবাস করতে হবে। আলোচনার মাধ্যমে সব ইস্যুর শান্তিপূর্ণ সমাধান চায় পাকিস্তান। 

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

অবৈধ বিদুৎতের লাইন কাটলো May 04, 2025
তামিমের লেভেলে এখনো কেউ নাই, যাকে ভরসা করা যায়; ইরফান সাজ্জাদ May 04, 2025
img
বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন May 04, 2025
সাকিবের বিকল্প বাংলাদেশে নাই, ক্রিকেটে এখনো তাকে দরকার; ইরফান সাজ্জাদ May 04, 2025
img
এবার বিলাওয়াল ভুট্টো ও ইমরান খানের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করলো ভারত May 04, 2025
আরেক দফা কমলো স্বর্ণের দাম May 04, 2025
অটোরিকশা বন্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন May 04, 2025
বিমান ছেড়ে যে কারণে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে খালেদা জিয়াকে May 04, 2025
img
আজ হচ্ছে না চিন্ময় দাসের জামিন শুনানি May 04, 2025
সাগর-রুনি মামলায় নতুন মোড়, টাস্কফোর্সের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য May 04, 2025