গত কয়েক বছরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উন্নতি করতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট। তবে সর্বশেষ বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফর্ম করেছে তারা। সদ্য সমাপ্ত সিরিজটি ১-১ এ ড্র করেছে রোডেশিয়ানরা। বাংলাদেশ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে এবার ইংল্যান্ড যাচ্ছে তারা।
বাংলাদেশ সিরিজে ভালো করলেও সেই স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। ক্লাইভ মাদান্দে চোট সারিয়ে ফেরায় জায়গা হারিয়েছেন নিয়াশা মায়াভো। ভিনসেন্ট মাসেকেসা বাংলাদেশে ভালো করেও বাদ পড়েছেন। ইংল্যান্ডের কন্ডিশন বিবেচনা করে তার জায়গায় পেসার নেউম্যান নিয়ামহুরিকে দলে ডাকা হয়েছে।জনাথন ক্যাম্পবেল বাংলাদেশ সিরিজে কোনো ম্যাচ না খেলেই জায়গা হারিয়েছেন। তার বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে অভিজ্ঞ সিকান্দার রাজাকে।
আগামী ২২ মে শুরু হবে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। নটিংহ্যামে হবে এই ম্যাচ। লম্বা সময় পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০০৩ সালে ইংল্যান্ড সফর করেছিল তারা।
জিম্বাবুয়ে স্কোয়াড-
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভাম নিউম্যান নিয়ামহুরি, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, তাদাদজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।
ইংল্যান্ড স্কোয়াড-
বেন স্টোকস (অধিনায়ক), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, ওলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টাং।
এমআর/এসএন