শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি ড্রোন একাধিক হামলা চালিয়েছে। আল-মায়াদিনের প্রতিবেদনে বলা হয়, তলুসাহ শহরের উপকণ্ঠে একটি ড্রোন হামলা হয়, এছাড়া ক্বাবরিখা শহরেও হামলা হয়েছে। মারকাবা এলাকায় একাধিক গ্রেনেড ফেলা হয়। তবে, এখন পর্যন্ত হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
এছাড়া, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পরই ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা পরে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধে ৪ হাজার ১১৫ জন নিহত এবং ১৬ হাজার ৯০৯ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া, ১৪ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার শর্তে একটি অস্ত্রবিরতি চুক্তি হয়। তবে, ইসরায়েল এখন পর্যন্ত আংশিক সেনা প্রত্যাহার করলেও, পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের দখল এখনও রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল প্রায় ৩ হাজার বার চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।
এসএস/এসএন