ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিনদিন পর আখক্ষেত থেকে তুহিন শেখ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নে ভাটপাড়া গ্রামে আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তুহিন শেখ উপজেলার ভাটপাড়া গ্রামের মো. আরব আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ।
বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।