ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ এক নম্বরে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। বাতাসের মান ৯৭৭ যা ‘বিপজ্জনক’ বলে বিবেচিত। তবে আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

রোববার (৪ মে) সকাল ৯টার পর সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে আছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। বায়ুর মান ২৭৮, যা খুবই অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ২৪৯। চতুর্থ স্থানে থাকা ভারতের কলকাতার বায়ুর স্কোর ১৫৮। পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার বাতাম (স্কোর ১২৩)। তালিকায় ঢাকা আছে ১৫ নম্বরে। বাতাসের মান ৯৩।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এফপি/এসএন

Share this news on: