রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি চলতি সপ্তাহে আবার শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার (৭ মে) বা বুধবার (৮ মে) মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন আদালত।
রোববার (৪ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ তথ্য জানান। আদালতে জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট অন রেকর্ড আলী আজম।
এর আগে গত ১২ মার্চ শুরু হয় জামায়াতের নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানি। তবে এরও আগে, ২০২৩ সালের ২২ অক্টোবর খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করার আদেশ দেন আপিল বিভাগ, যা জামায়াতের আইনি লড়াইয়ের পথ খুলে দেয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট একটি রিটের রায়ে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলেও আইনজীবী উপস্থিত না থাকায় ২০২৩ সালের নভেম্বরে ছয় বিচারপতির আপিল বেঞ্চ আপিলটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে খারিজ করে দেয়।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ২০২৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে সরকার। পরে ২৮ আগস্ট সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এসএস/এসএন