মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেফতার

বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আটক করা হয়েছে। পরে রাজ্যের রাজধানী আইজল থেকে তাদের বের করে দেওয়া হয়।

তাদের বিরুদ্ধে বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে। রোববার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার রাজ্যের লেংপুই বিমানবন্দর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন নাগরিককে গ্রেফতার করে রাজ্যের রাজধানী আইজল থেকে বহিষ্কার করা হয়েছে বলে মিজোরামের শীর্ষস্থানীয় সূত্র জানিয়েছে।

তাদের বিরুদ্ধে চিটাগং হিল ট্র্যাক্টসের (সিএইচটি) কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএ/এফ)-এর সন্ত্রাসীদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

গোপন সূত্রের খবর অনুযায়ী, ৪ জন মার্কিন নাগরিক পর্যটক ভিসায় ২ মে আইজলে আসবেন—এমন গোয়েন্দা তথ্য ছিল।  গ্রেফতারকৃত দুজনের নাম চেকুন এবং সারন বলে জানানো হয়েছে, তবে বাকি দুজনের নাম জানা যায়নি।

সূত্র আরও জানিয়েছে, তারা কেএনএ/এফ-এর নেতা নাথান লনচেও বমের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন। বম বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তিনি বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট এবং তার সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর প্রতিষ্ঠাতা।

এনডিটিভি বলছে, মিজোরামের রাজধানী আইজল থেকে ওই চারজন লংত্লাই জেলার সীমান্তবর্তী এলাকায় বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা করছিলেন, এমন তথ্যও সামনে এসেছে।

বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট গঠনে কমপক্ষে দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের বিরুদ্ধে এখনও সীমান্ত এলাকায় উসকানিমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এজন্য কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সন্ত্রাসী গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টির জন্য বিভিন্ন সংক্ষেপিত নাম ব্যবহার করছে, যেমন আগে তারা কেএনএ/এ ব্যবহার করত, এখন কেএনএ/এফ নামে পরিচিত হচ্ছে।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শামা ওবায়েদের গাড়িবহরে হামলা, আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে May 04, 2025
img
গত ৫৩ বছরেও দেশে গণতন্ত্র সুরক্ষিত হয়নি : আলী রীয়াজ May 04, 2025
img
সোমবার প্রতিবেদন জমা দেবে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন May 04, 2025
img
রাজধানী ঢাকাসহ ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা May 04, 2025
img
আদালতের রায়ে মেয়র আরিফুর, গেজেট প্রকাশের নির্দেশ May 04, 2025
img
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা May 04, 2025
img
এডিবি ও আইএমএফের সহায়তা না পেলেও বাস্তবসম্মত বাজেট করা হবে : অর্থ উপদেষ্টা May 04, 2025
img
শরিয়া কার্যকরে ‘নম্রতা’ নয়, আফগান প্রধান নেতার নির্দেশ May 04, 2025
img
১০ মাসে এসেছে ২৪.৫৪ বিলিয়ন ডলার, এপ্রিলেই রেমিট্যান্স ২৭৫ কোটি ডলার May 04, 2025
img
এসএসসি পরীক্ষার ১১তম দিন, বহিষ্কার ২৯, অনুপস্থিত ২৮৭০৯ জন May 04, 2025