কুয়েটে ক্লাস শুরুর কথা থাকলেও এলেন না কোনো শিক্ষক-শিক্ষার্থী!

প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আজ রোববার (৪ মে) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনঢ় রয়েছে শিক্ষক সমিতি। লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা যায়, তালা খোলা থাকলেও ফাঁকা শ্রেণিকক্ষ। শিক্ষার্থী কিংবা শিক্ষক কেউই আসেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, এ বিষয়ে গত শুক্র ও শনিবার বিভিন্ন বিভাগের ডিনদের সঙ্গে বৈঠক করেছেন সদ্য নিয়োগ পাওয়া কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলী। আজ সকাল ১০টা আবারও বৈঠকে বাসার কথা রয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে সহপাঠীদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কুয়েট। শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ, রাজনীতি নিষিদ্ধসহ ৬ দফা দাবি তুলে ধরেন। একপর্যায়ে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামেন।

একদিকে বন্ধ ক্যাম্পাস, অন্যদিকে অনশন। শিক্ষার্থীদের অনড় অবস্থানে এক সময় নরম হয় প্রশাসন। ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ বেশিরভাগ দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তবে আন্দোলন আরও শক্তিশালী হয়ে উপাচার্য পদত্যাগের এক দফায় রূপ নেয়। যা দাগ কাটে সারাদেশে। ক্যাম্পাসে ছুটে আসেন শিক্ষা উপদেষ্টাসহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটি।

গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস কে শরীফুল আলমকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এরপর থেকে সব আন্দোলনের সমাপ্তির সঙ্গে স্বস্তি নিয়েই হলে অবস্থান করছেন শিক্ষার্থীরা। তবে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায় বিচারের পরাজয় হয়েছে বলে মনে করেন কুয়েট শিক্ষক সমিতি।

শিক্ষকরা জানান, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হন। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত কুয়েটের মেডিকেল সেন্টারে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অবরুদ্ধ করে রাখেন কিছু সংখ্যক শিক্ষার্থী। তারা বিদায়ী উপাচার্যসহ কয়েকজন শিক্ষককে মারধর, লাঞ্ছিত ও গালাগাল করেন। পরবর্তীতে গত দুমাসে আন্দোলন চলাকালে কিছু সংখ্যক শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে কটূক্তিও করেন। এ নিয়ে শিক্ষকরা ক্ষুব্ধ।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
এবার বিলাওয়াল ভুট্টো ও ইমরান খানের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করলো ভারত May 04, 2025
আরেক দফা কমলো স্বর্ণের দাম May 04, 2025
অটোরিকশা বন্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন May 04, 2025
বিমান ছেড়ে যে কারণে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে খালেদা জিয়াকে May 04, 2025
img
আজ হচ্ছে না চিন্ময় দাসের জামিন শুনানি May 04, 2025
সাগর-রুনি মামলায় নতুন মোড়, টাস্কফোর্সের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য May 04, 2025
যানজট নিরসনে যে সিদ্ধান্ত নিল ডিএমপি May 04, 2025
img
গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার: তথ্য উপদেষ্টা May 04, 2025
img
আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই : শিমলা May 04, 2025
img
নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু May 04, 2025