চিন্ময় দাসের আজ জামিন শুনানি

রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে শুনানি করা হবে আজ রোববার।

রবিবার (৪ মে) দুপুরে এ বিষয়ের ওপর শুনানি করা হবে বলে গত বুধবারই দিন নির্ধারণ করা হয়।

গত বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ওই সাংবাদিকদের জানিয়েছিলেন ‘রবিবার শুনানি হবে।

এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশের পর তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, নিম্ন আদালতে জামিন না মিললেও উচ্চ আদালত জামিন দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। কিন্তু তিনি সহসা মুক্তি পাচ্ছেন না। কারামুক্তিতে বাধাও নেই। সমস্যা কাগজপত্র নিয়ে।

চিন্ময় দাসের আইনজীবী আরো বলেন, হাইকোর্ট থেকে অর্ডারটি (আদেশ) নিম্ন আদালতে যাবে। যা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছতে সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। এরপর তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন। গত পাঁচ মাস আগে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী হন হিন্দু ধর্মীয় এই নেতা।

অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, গত পরশু ওনার (চিন্ময়) মা এবং আমি কারাফটকে গিয়ে দেখা করেছিলাম। উনি মোটামুটি ভালো আছেন। তবে শরীরটা আগের চেয়ে নষ্ট হয়ে গেছে। প্রায় ৭ কেজি ওজন কমেছে। আমি ওইদিনই আশ্বাস দিয়েছিলাম জামিন হবে তার।

এর আগে, এদিন দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মঞ্জুর করেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট।

আদেশের পর হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর প্রেক্ষিতে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।

উল্লেখ্য, চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এতে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরো ১৮ জনকে আসামি করা হয়।

২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরো একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় গত ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেফতার করে পুলিশ। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়।

এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন May 04, 2025
সাকিবের বিকল্প বাংলাদেশে নাই, ক্রিকেটে এখনো তাকে দরকার; ইরফান সাজ্জাদ May 04, 2025
img
এবার বিলাওয়াল ভুট্টো ও ইমরান খানের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করলো ভারত May 04, 2025
আরেক দফা কমলো স্বর্ণের দাম May 04, 2025
অটোরিকশা বন্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন May 04, 2025
বিমান ছেড়ে যে কারণে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে খালেদা জিয়াকে May 04, 2025
img
আজ হচ্ছে না চিন্ময় দাসের জামিন শুনানি May 04, 2025
সাগর-রুনি মামলায় নতুন মোড়, টাস্কফোর্সের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য May 04, 2025
যানজট নিরসনে যে সিদ্ধান্ত নিল ডিএমপি May 04, 2025
img
গণমাধ্যমগুলোর ১৫ বছরের কার্যকলাপ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং দরকার: তথ্য উপদেষ্টা May 04, 2025