নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের লাকিবাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। রাতেই নিহত ইয়াসিনের বন্ধু সানিসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানা এনেছে।
রাত সাড়ে ১২টায় এসব তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম।
নিহত ইয়াছিন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বরুয়া গ্রামের মো: শহিদুলের ছেলে। নিহতের পরিবার নাসিক ৮নং ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১১টায় লাকি বাজার সংলগ্ন ক্যানেলপাড় সড়কে একদল কিশোরের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ইয়াসিন নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে দৌড়ে চলে যায় অন্য কিশোররা।
পরে আহত অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, শনিবার রাত সাড়ে ১১টায় একদল কিশোরের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে ইয়াছিন ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।
আরএম/এসএন