অক্ষয়ের কারণেই অভিনয় ছাড়েন আসিন, জানালেন অভিনেত্রীর স্বামী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আসিন। আমির খানের গজনী’র পর বেশ ভালোভাবেই নিজের মাটি শক্ত করেন এ অভিনেত্রী। তবে বিয়ের পর বলিউডকে বিদায় জানান আসিন। আসিনের বিয়ে ও বলিউডকে বিদায় জানানোর পেছনে হাত রয়েছে এক সুপারস্টারের।

তিনি অক্ষয় কুমার। আসিনের স্বামী একটি বহুজাতিক বিপণন সংস্থার প্রতিষ্ঠাতা রাহুল শর্মা জানান এ তথ্য। সেই সঙ্গে অক্ষয় কুমারের প্রতি কৃতজ্ঞতাও জানান রাহুল।
 
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘খিলাড়ি ৭৮৬’ সিনেমায় অক্ষয়ের সঙ্গে প্রথম কাজ করেন আসিন।শুটিংয়ের ফাঁকে আসিন অভিনেতাকে জানিয়েছিলেন যে, তিনি বিয়ে করতে চান। সেই কথা ভোলেননি অক্ষয়। সেই বছরই মুক্তি পায় ‘হাউজফুল ২’। সেই সিনেমার প্রচারে উপস্থিত ছিলেন অক্ষয় এবং আসিন।

ঠিক তখনই রাহুল শর্মা নামের এক ব্যক্তির সঙ্গে আসিনের আলাপ করিয়ে দেন অক্ষয়। তারপরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। আর সেই বন্ধুত্ব থেকেই প্রেম হয় দুজনের। চার বছর সম্পর্কে থাকার পর রাহুলকে বিয়ে করেন আসিন। বিয়ের পরই অভিনয় থেকে অনেকটা দূরে সরে যান অভিনেত্রী।তারপরে সেভাবে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।
 
এক সাক্ষাৎকারে রাহুল তার সঙ্গে আসিনের প্রেম ও বিয়ের বিষয়ে অক্ষয় কুমারের অবদানের কথা তুলে ধরেন। রাহুল বলেন, “অক্ষয়ই বলেছিলেন, তোমাদের দুজনের মানসিকতা এক। তারকা হওয়া সত্বেও আসিন খুবই সাধারণ মানসিকতার একজন মেয়ে। কাজ করে, চুপচাপ চলে যায়। পেশাদার। তার মা ডাক্তার, বাবা সরকারি চাকুরে। ওর আর তোমার মানসিকতা, ব্যাকগ্রাউন্ড সবই মিলে যায়।’

অক্ষয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাহুল শর্মা বলেন, “আমার জীবনে অক্ষয়ের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ওই ম্যাচমেকিং!”
 
২০১৬ সালে বিয়ে করেন রাহুল ও অসিন। তাদের একমাত্র কন্যা আরিনের বয়স এখন সাত বছর। বিয়ের পর অভিনয়কে বিদায় জানিয়েছেন অসিন। ফিল্মি কেরিয়ার শেষ করেছেন সেই মুহূর্তেই। তাঁর শেষ ছবি ছিল উমেশ শুক্লার পরিচালনায় ‘অল ইজ ওয়েল’।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানে উর্দুতে মুক্তি পাচ্ছে ‘জংলি’ May 04, 2025
img
হানিয়াকে দেখতে ভিপিএন কিনছেন ভারতীয়রা! May 04, 2025
img
আরও এক মাইলফলকের খুব কাছে বলিউড কুইন আলিয়া May 04, 2025
img
রায়পুরে যানবাহন থেকে বিএনপির ৫ নেতার চাঁদাবাজি May 04, 2025
img
প্র্যাকটিস করতে গিয়ে আহত, লীগ থেকে ছিটকে গেলেন তৌসিফ May 04, 2025
৪৩ বিসিএসের গেজেট বঞ্চিতদের অনশনে ছাত্রলীগ নিয়ে যা বলছেন নুর May 04, 2025
img
বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক May 04, 2025
ব্যবসায়িদের নমিনেশন দেওয়ার সময় ‘আদ্যোপান্ত’ দেখে নিতে আহ্বান শ্রম উপদেষ্টার May 04, 2025
ইতোমধ্যে আমারও বদনাম শুরু হয়েছে May 04, 2025
বছরে ১০ হাজার ৫০০ কোটি টাকা কেবল গ্যাস্ট্রিকের ওষুধে! May 04, 2025