জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর পাকিস্তান সফরের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এদিকে, সিলেটে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ 'এ' দল। এই সিরিজের প্রথম ম্যাচ সরাসরি দেখতে সিলেট গেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের কর্মকর্তা শাহরিয়ার নাফিস জানান, ‘হ্যাঁ, সিমন্স সিলেটে বাংলাদেশ 'এ' দলের ম্যাচ দেখতে গেছেন। তিনি একটি ওয়ানডে ম্যাচ দেখবেন এবং এরপর ঢাকায় ফিরে আসবেন।’
মূলত পাকিস্তান সিরিজকে সামনে রেখে 'এ' দল থেকে জাতীয় দলে কাউকে অন্তর্ভুক্ত করা যেতে পারে কি না—তা যাচাই করতেই সিমন্সের এই সফর।
গত ১ মে বাংলাদেশে আসে নিউজিল্যান্ড 'এ' দল। সফরে তারা তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলবে।
বাংলাদেশ 'এ' দলের ওয়ানডে স্কোয়াডে রয়েছেন:
জাতীয় দলের অভিজ্ঞরা: এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম
উদীয়মান তারকা: পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান
অনিয়মিত সদস্যরা: শামীম হোসেন পাটোয়ারি, তানভির ইসলাম, নাইম হাসান
প্রাথমিক স্কোয়াডে থাকা মুস্তাফিজুর রহমানের বদলে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে খালেদ আহমেদকে।
সিরিজ সূচি:
১ম ওয়ানডে: ৫ মে, সিলেট
২য় ওয়ানডে: ৭ মে, সিলেট
৩য় ওয়ানডে: ১০ মে, সিলেট
১ম চারদিনের ম্যাচ: ১৪–১৭ মে, সিলেট
২য় চারদিনের ম্যাচ: ২১–২৪ মে, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
এসএস/এসএন