রাজবাড়ীতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থীরা স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (৪ মে) বেলা ১১টায় রাজবাড়ী সদর হাসপাতালের ভেতরে ডিপ্লোমা নার্সিং মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা সদর হাসপাতালের ভেতর থেকে বিক্ষোভ মিছিল বের করে, যা পাবলিক হেলথ মোড় হয়ে বড়পুল ঘুরে আনসার ক্যাম্প হয়ে হাসপাতালের কাছে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় শিক্ষার্থীরা নানা স্লোগানে অংশগ্রহণ করেন, যেমন ‘বৈষম্যের ঠাই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই’ ও ‘আমার সোনার বাংলায়, নার্স কেন রাস্তায়’।
বিক্ষোভে বক্তব্য রাখেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, ২য় বর্ষের রাতুল শেখ, ১ম বর্ষের বিজয় বিশ্বাসসহ আরও অনেকে। শিক্ষার্থীরা দাবি করেন, তারা যথেষ্ট যোগ্য, তবে গত দুই বছর ধরে তাদের দাবি পূরণের জন্য কোনো পদক্ষেপ নেয়নি সরকার।
কর্মসূচিতে রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট, আব্দুল্লাহ নার্সিং ইনস্টিটিউট, রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউট, ও রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এসএস/এসএন