আইপিএলে ম্যাক্সওয়েলের ‘রিপ্লেসমেন্ট’ পিএসএলের বদলি খেলোয়াড়

এবারের আইপিএল আসর যাচ্ছেতাই ছিল গ্লেন ম্যাক্সওয়েলের জন্য। ৭ ম্যাচে মাত্র ৮ গড় এবং ৯৭.৯৫ স্ট্রাইকরেটে তিনি ৪৮ রান করেছেন। ফর্মহীন হওয়া সত্ত্বেও পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং তাকে নিয়মিত খেলানো নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে তাকে আর সেই পরিস্থিতি সামলাতে হচ্ছে না। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন ম্যাক্সওয়েল। তার বদলে দলে নেওয়া হয়েছে পিএসএল ‘রিপ্লেসমেন্ট’ বা বদলি খেলোয়াড় হিসেবে খেলা মিচেল ওয়েন।
 
পুরো বিষয়টি আরও মজার। অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার মিচেল ওয়েন পিএসএলে ডাক পেয়েছিলেন এমন একজনের জায়গায়, যিনি অনেকটা বিদ্রোহ করে আইপিএলে নাম লেখান। ড্রাফট থেকে করবিন বশকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি।

এরপর আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের দক্ষিণ আফ্রিকান পেসার লিজাড উইলিয়ামস চোটে পড়ায় ডাক পড়ে বশের। কিন্তু পাকিস্তানি ফ্র্যাঞ্চাইজি পেশোয়ারের সঙ্গে চুক্তি করা সত্ত্বেও তিনি সাড়া দেন মুম্বাইয়ের ডাকে। ভবিষ্যৎ লাভের আশায় তিনি পাড়ি জমান আইপিএল।

পিএসএলের সঙ্গে এভাবে বিদ্রোহ করার বিষয়টি মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চুক্তি ভাঙায় পিসিবি প্রথমে বশকে আইনি নোটিশ পাঠিয়েছিল। পরে ক্ষমা চেয়ে পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বশ জানান, ‘পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে আমি লজ্জিত। সে কারণে পাকিস্তান, পেশোয়ার জালমিসহ ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ তবে পিসিবি ঠিকেই তার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়েছে, প্রোটিয়া তারকাকে পিএসএলে নিষেধাজ্ঞা দেয় এক বছরের জন্য।
 
পরে বশের বদলি ক্রিকেটার হিসেবে পেশোয়ার দলে ভেড়ায় অজি ক্রিকেটার মিচেল ওয়েনকে। যদিও পিএসএলে তিনি খুব একটা সুবিধা করতে পারছেন না। পেশোয়ারের হয়ে এখন পর্যন্ত ৬ ইনিংসে ১৬.৮৩ গড় এবং ১৯৮ স্ট্রাইকরেটে ১০১ রান করেন তিনি। তবে স্বদেশি কিংবদন্তি পন্টিংয়ের নজর রয়েছে তার ওপর। ফলে পাঞ্জাবের কোচ ম্যাক্সওয়েলের পরিবর্তে তাকে ডেকে পাঠিয়েছেন আইপিএলে। পিএসএলে ওয়েন দল পেয়েছেন ৩ কোটি রুপিতে।
 
পরিস্থিতি অনুসারে এখন স্বভাবতই প্রশ্ন উঠেছে– ওয়েনও কি তাহলে পিএসএলের সঙ্গে বিদ্রোহ করে আইপিএলে যোগ দেবেন? সেই উত্তর দিয়েছেন ইএসপিএন ক্রিকইনফো। তাদের তথ্যমতে– ১৮ মে শেষ হবে পিএসএল আসর। শিরোপার দৌড়ে টিকে আছে পেশোয়ারও। অর্থাৎ, পিএসএল শেষ হলেই ওয়েন আইপিএলে যোগ দিতে পারবেন। এদিকে, ১৬ মে পর্যন্ত চলবে আইপিএলের লিগপর্ব। প্লে-অফের দৌড়ে ভালোভাবেই টিকে আছে পাঞ্জাব, ফলে ওয়েনের সামনে আইপিএলেও অভিষেক হওয়ার ভালো সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, প্রথমে পিএসএলের ড্রাফটে কেউ না নিলেও ওয়েণ নজর কেড়েছেন সর্বশেষ বিগ ব্যাশে। ফাইনালে তাসমানিয়ার এই তারকা ব্যাটার হোবার্ট হারিকেন্সের হয়ে সেঞ্চুরি (৪২ বলে ১০৮ রান) করেছেন। যা অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
৫ বার বিয়ে, নিঃসঙ্গ ঘরে উদ্ধার হয় মহেশ আনন্দের মরদেহ May 05, 2025
img
যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাব দেওয়ার দায়িত্ব আমার : ভারতের প্রতিরক্ষামন্ত্রী May 05, 2025
img
কার চাঁদের আলো এবং স্মৃতিতে ডুবে আছেন মিমি? May 05, 2025
img
এবার স্থল হামলা চালাতে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকল নেতানিয়াহু'র দেশ May 05, 2025
img
গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ২ May 05, 2025
img
হাসনাতের ওপর হামলার ঘটনায় ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ May 05, 2025
জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ভয়ংকর গাড়ি দুর্ঘটনা, প্রাণহানি ৩ সৈন্যের May 04, 2025
গাজীপুরে কি হয়েছে হাসনাতের সাথে? May 04, 2025
রাজনীতির আঙিনায় ডা. জুবায়দার প্রত্যাবর্তন? May 04, 2025
img
হাসনাতের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ May 04, 2025