৫ বার বিয়ে, নিঃসঙ্গ ঘরে উদ্ধার হয় মহেশ আনন্দের মরদেহ

দুর্ধর্ষ ভিলেন, পর্দায় শত্রু ঘায়েল করেছেন অনায়াস দক্ষতায়। শেষ বয়সে তারই কিনা হয়েছিল এহেন করুণ পরিস্থিতি! কথা হচ্ছে অভিনেতা মহেশ আনন্দের। কী হয়েছিল তার সঙ্গে? কীভাবে উদ্ধার হয়েছিল অভিনেতার মৃতদেহ?

'সানাম তেরি কাসাম' ছবির মধ্যে দিয়ে গ্রামের ছেলে মহেশ আনন্দের ডেবিউ হয় পর্দায়। না, তিনি অভিনয় করেননি। ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন। ১৯৮৪ সালে হঠাৎই তার ভাগ্য যায় খুলে। তিনি অভিনয় করেন 'কারিশ্মা' ছবিতে।

এরপর শুরু করেন মডেলিং। ক্যারাটেতেও ব্ল্যাক বেল্ট ছিলেন তিনি। ভালোবাসতেন লম্বা চুল রাখতে। ছিল লম্বা ঘন গোঁফও। এসেছিলেন হিরো হতে। তবে প্রযোজকরা কাস্ট করতে শুরু করেন ভিলেনের চরিত্রে। তা নিয়ে যদিও কোনও আক্ষেপ ছিল না মহেশের।

তার প্রথম দুই ছবির প্রযোজক ছিলেন বরখা রায়। তিনি ছিলেন অভিনেত্রী রীনা রায়ের বোন। বরখার সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা। বিয়ে করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই বিচ্ছেদ হয় তাদের।

মহেশের প্রথম জীবনের প্রেমের আনাগোনা হয়েছে বহুবার। বরখার সঙ্গে বিচ্ছেদের পর তিনি প্রেমে পড়েন এরিকা মারিয়ার। বিয়ে করেন, এক সন্তানও হয়। তবে সেই প্রেমও টেকেনি।

এরপর একে একে মধু মালহোত্র, ঊষা বাচানি নামক দুই নারীকে বিয়ে করলেও সেই বিয়ে টেকেনি। পঞ্চম বার তিনি প্রেমে পড়েন এক রাশিয়ান মেয়ের, নাম লানা। তারা বিয়েও করেন।

তবে অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ক্রমেই যেন দুর্বিষহ হয়ে উঠতে থাকে তার জীবন। বলিউড বড়ই নিষ্ঠুর। এখানে কিছুই থেমে থাকে না। আনন্দেরও কাজ কমতে থাকে। একবার শহরের এক পানশানায় অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে ঝামেলাতেও জড়াতে দেখা যায় তাকে।

শোনা যায়, একদল মহিলাকে দেখে কুমন্তব্য করেছিলেন মহেশ। তা ভালো লাগেনি অক্ষয়ের। প্রতিবাদ করতেই ঝামেলা। জায়গা ফাঁকা থাকে না। মহেশের ব্যাভিচারী জীবনের কারণে ক্রমশই লাইমলাইট থেকে দূরে সরতে শুরু করেন তিনি। দীর্ঘ ১৮ বছর তার কাছে কোনও কাজ ছিল না!

শোনা যায়, দু’বেলা খাবার জোটাতেই নাকি হিমসিম খেতেন তিনি। ২০১৯ সালে নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউডের একদা নামজাদা এই অভিনেতার দেহ।

ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, দু'দিন আগেই মারা গেছেন তিনি। চারিদিকে ছড়িয়ে ছিল খাবার আর মদের বোতল। বাড়িতে সে সময় তিনি একাই ছিলেন। কীভাবে তার মৃত্যু হয় আজও তা রহস্য।

তবে মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কেউ তার মরদেহ নিতে চাননি।

এসএম

Share this news on:

সর্বশেষ

ক্রিকেট ছাড়িয়ে এবার সিনেমার প্রেমে সারা টেন্ডুলকার May 05, 2025
কেন অমুসলিম শাসকের কাছে গেল মুসলিমরা May 05, 2025
img
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ইসরাত গ্রেফতার May 05, 2025
img
পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে May 05, 2025
img
যারা আয়কর রিটার্ন জমা দেননি, তাদের জন্য দুঃসংবাদ May 05, 2025
img
ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধের প্রাণ গেল, আহত ৪০ May 05, 2025
img
‘আজকের পর থেকে গবাদিপশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ’ May 05, 2025
img
কানাডার ব্যবসায়ীরা জ্বালানি–তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগে আগ্রহী May 05, 2025
img
স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে নিলেন স্বামী May 05, 2025
img
‘বিপ্লবীদের রক্তাক্ত করার মনোবাসনা নিয়ে জুলাইয়ের সন্ত্রাসীরা অলিতে-গলিতে নিঃশ্বাস ফেলছে’ May 05, 2025