পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে

জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। এই হামলার পর থেকেই পরোক্ষভাবে পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, ভয়াবহ এ হামলায় জড়িতদের মদদ দিয়েছে ইসলামাবাদ। এমন অব্যাহত অভিযোগের কারণে শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত।

আর ভারত যদি এমন কিছু করে তাহলে প্রয়োজনে প্রচলিত অস্ত্রের বাইরে পারমাণবিক অস্ত্রও ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত খালিদ জামিল।

সম্প্রতি রুশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারত সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি অভিযোগ করেন, ভারত ‘দায়িত্বজ্ঞানহীন বিবৃতি’ দিয়ে উত্তেজনা উস্কে দিচ্ছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধ বাধলে ভারতের সংখ্যাগত শক্তির কোনো মূল্য থাকবে না।

পাকিস্তানি এ কূটনীতিক বলেন, “যখন ভারত ও পাকিস্তানের বিষয়টি আসে আমরা সংখ্যাগত আধিক্যের বিষয়টি নিয়ে ভাবি না। পাকিস্তান যুদ্ধে তার পূর্ণ শক্তি প্রদর্শন করবে। প্রয়োজনে প্রচলিত এবং পারমাণবিক দুই অস্ত্রই ব্যবহার করা হবে।”

রাষ্ট্রদূত জামিল রুশ সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তান কিছু গোপন নথি পেয়েছে। যেগুলোতে ভারতের সম্ভাব্য হামলার তথ্য রয়েছে। তিনি জানান, এসব বিষয়ের ওপর তারা কাছ থেকে নজর রাখছেন এবং সম্ভাব্য এ হামলার জন্য তাদের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

তিনি বলেন, “আমাদের কাছে প্রমাণ আছে ভারত হামলার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেওয়া হবে।”

বিশেষ সতর্কতায় তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তান নদীর যে পানি পায় তা যদি ভারত আটকানোর চেষ্টা করে তাহলে বিষয়টিকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট May 05, 2025
img
হৃতিকের বোনের সারা দেহে আঘাতের চিহ্ন, ঘুমাননি ২৮ দিন May 05, 2025
img
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল ১ জনের May 05, 2025
img
ভারত-পাকিস্তান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ May 05, 2025
img
রাতের আঁধারে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি May 05, 2025
img
আজ থেকে কর্মবিরতিতে পৌনে ৪ লাখ শিক্ষক May 05, 2025
img
রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ May 05, 2025
img
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চিকিৎসক-নার্সের সাক্ষ্যগহণ May 05, 2025
img
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি May 05, 2025
img
টেস্ট আর ওয়ানডেতেও দীর্ঘমেয়াদী অধিনায়ক ঘোষণা করবে বিসিবি May 05, 2025