ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধের প্রাণ গেল, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুস মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।

রোববার (৪ এপ্রিল) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপুট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র থেকে জানা যায়, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপুট্টি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দবির মাতব্বরের সঙ্গে একই গ্রামের বজলু মুন্সীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

রোববার রাত আটটার দিকে মাতুব্বরের দলের সোলেমান মাতুব্বর এবং মুন্সী দলের শাহআলমের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। দেশীয় অস্ত্র, ঢাল, কাতরা, টেটা, রামদা, ইট প্রভৃতি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়।

সংঘর্ষে কুদ্দুস মোল্লা ৬০ নামের একজন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়। ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।

আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন জুবায়ের জানান, সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত আহত ৬-৭ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

এসএম

Share this news on:

সর্বশেষ

বাংলাদেশ পুলিশকে ‘পাকিস্তানি সেনা’ বলে গুজব ছড়াল ভারতীয় গণমাধ্যম May 05, 2025
'আপনাদের যেভাবে বসিয়েছি সেভাবে নামিয়ে ফেলা হবে' May 05, 2025
ভারত-পাকিস্তান সংঘাত এবার সোশ্যাল মিডিয়ায় May 05, 2025
img
ঈমান ও তাক্বওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের দায়িত্ব পালন করতে হবে : জামায়াতের আমির May 05, 2025
img
রিশাদ ফিরেই রেকর্ড গড়লেন, তবু হারল তার দল May 05, 2025
img
উত্তেজনার মধ্যেই একদিনের সফরে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী May 05, 2025
img
দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী May 05, 2025
img
গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, প্রাণ হারালো ৫ জনই May 05, 2025
img
হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় জামায়াত আমিরের নিন্দা প্রকাশ May 05, 2025
img
ক্ষমা চাইলেন হাসনাতের হামলাকারীদের জন্য সহায়তা চাওয়া সেই ছাত্রদল নেতা May 05, 2025