উত্তেজনার মধ্যেই একদিনের সফরে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কাশ্মীর ইস্যুতে দিল্লি-ইসলামাবাদ উত্তেজনার মধ্যেই একদিনের সফরে পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার (৪ মে) দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সফরে থাকবেন। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় পাকিস্তান ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে পাকিস্তান-ভারত উত্তেজনার প্রেক্ষাপটে আলোকপাত করা হবে।

ইসলামাবাদে বৈঠক শেষ হওয়ার পর আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের প্রতিনিধি দলটি মঙ্গলবার ভারতের উদ্দেশে রওনা দেবেন।

গত ২২ এপ্রিল পহেলগামে হামলায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। তবে হামলায় জড়িত থাকার কথা শুরু থেকেই অস্বীকার এবং একটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ইসলামাবাদ।

তারপরেও পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাল্টা ব্যবস্থা হিসাবে পাকিস্তানও বেশ কিছু পদক্ষেপ দিয়েছে।

হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 

বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন, পাকিস্তান যে কাশ্মীরে হামলা চালিয়েছে, তার জোরালো প্রমাণ এখনও দেখাতে পারেনি ভারত। এ অবস্থায় দিল্লি কোনো পদক্ষেপ নিলে বিশ্ব মঞ্চে তার ন্যায্যতা পাওয়ার সম্ভাবনা কম।

তবে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারত এবং পাকিস্তানের মধ্যে চমলান সামরিক সংঘর্ষের আশঙ্কা যদি বাড়তে থাকে তাহলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। 

এসএম


Share this news on: