এবার ববি উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবি তুলেছেন শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেছেন, ক্যাম্পাসে ফ্যাসিবাদী আচরণ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের প্রতি বিমাতাসুলভ মনোভাব এবং শিক্ষকদের অপমান করার মতো ঘটনা ঘটায় উপাচার্যকে সরে দাঁড়াতে হবে।

রোববার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। এরপর উপাচার্যের পদ্যতাগ চেয়ে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে ছাত্রনেতা সুজয় শুভ বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি জানিয়ে আসছিল। উপাচার্য আমাদের আশ্বস্ত করেছিলেন তিনি দাবি মেনে নেবেন। কিন্তু আজকে সংবাদ সম্মেলন করে যা বলেছেন তাতে দেখা গেল শিক্ষার্থীদের কোনো দাবি তিনি মেনে নেননি। উল্টো শিক্ষার্থীদের মুচলেকা দিয়ে মামলা ও সাধারণ ডায়েরি থেকে নাম বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আমরা স্পষ্ট করে বলতে চাই- নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। কিন্তু উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন দায়িত্ব নিয়ে বিভিন্ন পদে ফ্যাসিবাদের লোকদের বসাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য পদ থেকে অপসারণে যে ভাষায় নোটিশ দিয়েছেন তা উপাচার্য হিসেবে তিনি পারেন না। এমনকি এ ঘটনায় তিনি একবার দুঃখও প্রকাশ করেননি। এমন পরিস্থিতিতে অধ্যাপক ড. শুচিতা শরমিনকে শিক্ষার্থীরা উপাচার্য হিসেবে মেনে নিতে পারছে না। আমরা তার পদত্যাগ চাই।

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এরপরে তারা ক্যাম্পাসে ও মহাসড়কে উপাচার্যের পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভে ‘দফা এক দাবি এক, ববি ভিসির পদত্যাগ’, ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’, ‘এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা। 

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দেশে কোরবানির পশুর কোনো ধরনের সংকট তৈরি হবে না: আসিফ মাহমুদ May 05, 2025
img
শাপলা চত্বরে ৯৩ জন শহীদের তথ্য প্রকাশ করল হেফাজতে ইসলাম May 05, 2025
img
যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার May 05, 2025
img
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল May 05, 2025
img
৫ বার বিয়ে, নিঃসঙ্গ ঘরে উদ্ধার হয় মহেশ আনন্দের মরদেহ May 05, 2025
img
যারা ভারতে কুনজর দিয়েছে, তাদের জবাব দেওয়ার দায়িত্ব আমার : ভারতের প্রতিরক্ষামন্ত্রী May 05, 2025
img
কার চাঁদের আলো এবং স্মৃতিতে ডুবে আছেন মিমি? May 05, 2025
img
এবার স্থল হামলা চালাতে হাজার হাজার রিজার্ভ সেনাকে ডাকল নেতানিয়াহু'র দেশ May 05, 2025
img
গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ২ May 05, 2025
img
হাসনাতের ওপর হামলার ঘটনায় ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ May 05, 2025