আমি হিংসার পক্ষে নই, নিজেদের ব্যর্থতার দায়ে পাকিস্তানের সাথে যুদ্ধ কোন সমাধান নয়: সাবেক কংগ্রেস নেত্রী

কন্নড় চলচ্চিত্র জগতের স্বর্ণকন্যা ও কংগ্রেসের প্রাক্তন আইটি সেল প্রধান রম্যা ওরফে দিব্যা স্পন্দনা বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কোনও সমস্যার সমাধান নয় এবং এতে কেউ লাভবান হবে না। বরং সরকারের উচিত এমন ঘটনাগুলো যাতে আর না ঘটে, সে দায়িত্ব পালন করা।

“ব্যর্থতার কারণে যুদ্ধ ঘোষণা ঠিক নয়”
বেঙ্গালুরুতে এক প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় রম্যা বলেন, “আমি কোনও ধরনের হিংসার পক্ষে নই। আমি মনে করি না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধই সমাধান। আমরা নেতাদের নির্বাচন করি আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ব্যর্থতার দায়ে যুদ্ধ ঘোষণা করা একেবারেই সঠিক নয়। শেষ পর্যন্ত আমাদের সৈনিকরাই মারা যাবেন।”

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহালগাম হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে দেশজুড়ে জনমত তৈরি হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটেই রম্যা এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “ব্যক্তিগতভাবে আমি কোনও ধরনের হিংসার পক্ষে নই, কারণ হিংসা কারও মঙ্গল করে না। সরকারের উচিত এই ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।”

“পাকিস্তান নরক নয়” মন্তব্যে বিতর্ক
২০১৬ সালে পাকিস্তান সফর শেষে দেশে ফিরে রম্যা বলেছিলেন, “পাকিস্তান নরক নয়,” এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। তিনি তখন একদল দক্ষিণ এশীয় তরুণ সংসদ সদস্যদের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছিলেন।

রম্যা সেদিন বলেন, “পাকিস্তানের মানুষ ভারতীয়দের মতোই, তারা আমাদের খুব ভালো ব্যবহার করেছে।” এরপর তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয় এবং বিজেপি ও ডানপন্থী কর্মীদের পক্ষ থেকে তাঁকে “দেশবিরোধী” বলা হয়। তবে রম্যা নিজের অবস্থানে অটল থাকেন। তিনি একটি ব্লগে লেখেন, “যেখানে খুনের মতো অপরাধে মানুষ পার পেয়ে যায়, সেখানে যারা শান্তির কথা বলে, তাদেরই টার্গেট করা হয় এটা খুবই আইরনিক।”

২০১৯ সালে তিনি কংগ্রেস আইটি সেলের প্রধান পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে তিনি আবার সিনেমা জগতে ফিরতে প্রস্তুত হচ্ছেন।

এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় আটক ২ May 05, 2025
img
হাসনাতের ওপর হামলার ঘটনায় ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ May 05, 2025
জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ভয়ংকর গাড়ি দুর্ঘটনা, প্রাণহানি ৩ সৈন্যের May 04, 2025
গাজীপুরে কি হয়েছে হাসনাতের সাথে? May 04, 2025
রাজনীতির আঙিনায় ডা. জুবায়দার প্রত্যাবর্তন? May 04, 2025
img
হাসনাতের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের নিন্দা ও প্রতিবাদ May 04, 2025
img
পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড May 04, 2025
img
ফেনীতে নারীর প্রতি অসম্মানজনক আচরণের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত May 04, 2025
img
হাসনাতের হামলাকারীদের সহায়তার আহ্বান জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট May 04, 2025
img
জুবাইদার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের May 04, 2025