বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর কুমিল্লার প্রতি ভালোবাসা, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে কেন্দ্র করে একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন।
“বাংলাদেশের কেল্লা” শিরোনামের এই গানটিতে কুমিল্লার প্রাচীন ইতিহাস, বৈশ্বিক প্রভাব, আধুনিক অর্থনৈতিক অবদান ও প্রাকৃতিক সম্পদের পাশাপাশি তুলে ধরা হয়েছে শহরের বীরত্বপূর্ণ সংগ্রাম ও গৌরবময় অতীত।
গানটির মূল উদ্দেশ্য হলো—কুমিল্লার ঐতিহ্য ও ইতিহাসকে গর্বের সঙ্গে নতুন প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড-এর কাছে উপস্থাপন করা, যেন তারা সঙ্গীতের মাধ্যমে নিজেদের শিকড় সম্পর্কে জানতে ও গর্ব করতে পারে।
গানটির কথা লিখেছেন কুমিল্লার ইতিহাস গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়।
গানটির কথা রচনায় উপদেশ দিয়েছেন দেশের স্বনামধন্য গীতিকার রাজিব আহমেদ। এছাড়াও সঙ্গীত পরিচালনা ও সুর করেছেন ভারতের মুম্বাইয়ের বিজন ভট্টাচার্য্য। কম্পোজিশন প্রোগ্রামিং এবং মিক্সড মাস্টারের কাজটিও তিনি ও তার দলই করেছেন।
আসিফের গানটি দর্শকদের কাছে পৌঁছাতে উপদেশ ও পরামর্শ দিয়েছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু। গানটির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন মুম্বাইয়ের সুদীপ্ত দাস।
গানটির গীতিকার আবুল কাশেম হৃদয় বলেন, কুমিল্লার ইহিাস ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে গানটি রচনা করা হয়েছে। ইতোমধ্যেই গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। খুব সহসাই গানটি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ইউটিউব চ্যানেল ও দৈনিক কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
আরএ/টিএ