ঢাকার কেরানীগঞ্জের খোলামুড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। রোববার (৪ মে) এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
অভিযানে একটি শিল্প কারখানায় অবৈধভাবে ব্যবহৃত দুটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংযোগ বিচ্ছিন্নের ফলে প্রতি মাসে প্রায় ১২,০১৫ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে। এতে করে মাসিক সাশ্রয় হবে আনুমানিক ৩ লাখ ৬০ হাজার টাকা।
তবে অভিযান চলাকালে কারখানা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া না যাওয়ায় শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আরআর/এসএন