বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্য শুল্ক থেকে রেহাই পেতে চায়, তবে দেশটিকে আরও বেশি পরিমাণে মার্কিন তুলা আমদানি করতে হবে, এমন বার্তা দিয়েছে ওয়াশিংটন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এক গোপন বৈঠকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি এই শর্তে সম্মত হন বলে জানা গেছে।
এই বৈঠক ও পরবর্তী ঘটনাপ্রবাহের তথ্য প্রকাশ করেছেন ওয়াশিংটন পোস্ট এর কলামিস্ট ম্যাট বাই, যা তুলে ধরেছে অনুসন্ধানভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজ।
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত ৩৭% আমদানি শুল্ক বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই শুল্কের প্রভাব কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা ছাড়াও গম, ভুট্টা ও সয়াবিন আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
আরআর/এসএন