রামুতে পলিথিন ব্যাগে মোড়ানো কাটা পা উদ্ধার

কক্সবাজারের রামুতে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ মে) বিকেল ৫টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মির্জা আলী স্টেশনের ব্রিজের পাশ থেকে এটি উদ্ধার করা হয়। পা দেখে ধারণা করা হচ্ছে ভুক্তভোগী ব্যক্তির আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমন কান্তি চৌধুরী।

তিনি বলেন, উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মির্জা আলী স্টেশনের ব্রিজের পাশ থেকে পা’টি উদ্ধার হয়েছে। তবে কার হতে পারে সেটি এখনো জানা যায়নি। কোথা থেকে এলো সেটি বের করার চেষ্টা করছি।

স্থানীয় বাসিন্দা কবির বলেন, স্টেশনের ব্রিজের পাশ থেকে মানুষের শরীরের বিছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। এটি নিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আরএম/এসএন  



Share this news on:

সর্বশেষ