পাচারকালে ২ কেজি হেরোইনসহ গ্রেফতার এক যুবক

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সীমান্তে মোটরসাইকেলযোগে পাচারকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে দুই কেজি হেরোইনসহ মো. হাসান (২৮) নামে এক যুবক গ্রেফতার হয়েছেন। তিনি গোদাগাড়ীর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। তবে এ ঘটনাায় একই গ্রামের মো. মিজান (৩০) নামে অপর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

বিজিবি জানায়,গত রবিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে আষাড়িয়াদহ ইউনিয়নের চরভুবনপাড়া গ্রামে নিয়মিত টহলের সময় গ্রামের ঈদগাহ মোড় দিয়ে মোটরসাইকেলে মাদক চোরাচালান সম্ভাবনার গোপন খবর পায় বিজিবির একটি টহলদল।

এরপর তারা গোপনে নজরদারি শুরু করে। এ সময় সন্দেহজনক একটি মোটরসাইকেলে দুইজনকে আসতে দেখে টহলদল তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে টহলদল ধাওয়া করে হাসানকে আটক করে। পরে তার মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ২ কেজি ভারতীয় হেরোইন পাওয়া যায়।

গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমসি বিওপির টহলদল পরিচালিত অভিযান সম্পর্কে বিস্তারিত জাননো হয়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।

তিনি আরো বলেন, বিজিবি সীমান্তে মাদক, অস্ত্রসহ যেকোনো চোরচালান ঠেকাতে নিয়মিত টহল পরিচালনা করছে। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিশেষ টহল পরিচালনা করছে বিজিবি।

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ