মে মাস জুড়ে ওটিটি মঞ্চে কাদের রাজত্ব?

চলচ্চিত্রপ্রেমীরা এক সময়ে প্রেক্ষাগৃহে ছবিমুক্তির অপেক্ষায় দিন গুনতেন। এখন তাঁরা আর হলমুখী না হলেও, ওটিটি-তে কখন কী মুক্তি পাচ্ছে, তা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। হাতের মুঠোয় সাজানো থাকে নানা ধারার ছবি ও সিরিজ়। তার মধ্যে থেকে নিজের পছন্দমতো ‘কনটেন্ট’ বেছে নিতে হয়। দেখে নেওয়া যাক মে মাস জুড়ে কোন কোন সিরিজ় বা ছবি দর্শকের পছন্দের তালিকায় থাকতে পারে।

১। দ্য রয়্যাল্‌স: ঈশান খট্টর ও ভূমি পেডনেকর জুটি বেঁধেছেন এই ছবিতে। ছবির ঝলকে নতুন জুটির রসায়ন ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ‘রম কম’ ঘরানার ছবি এটি। ছবিতে সোফিয়া নামে এক স্বাধীনচেতা মহিলার চরিত্রে রয়েছেন ভূমি। অন্য দিকে ঈশানের চরিত্রের নাম অভিরাজ। তিনি এক সম্ভ্রান্ত পরিবারের উত্তরাধিকারীর চরিত্রে অভিনয় করছেন। ৯ মে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই ছবি।

২। সিস্টার মিডনাইট: এই ছবি নিয়ে প্রথম থেকেই আগ্রহ তৈরি হয়েছিল দর্শকের মধ্যে। তার অন্যতম কারণ, প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। উমা নামে এক সাহসী মহিলার চরিত্রে দেখা যাবে তাঁকে। বিয়ের পরে সংসারে দমবন্ধ পরিস্থিতিতে ছোট শহরের মেয়ে উমা। কর্ণ কান্ধারির পরিচালিত ছবি দেখা যাচ্ছে মুবি-তে।

৩। কোস্টাও: নওয়াজ়উদ্দিন সিদ্দিকি অভিনীত এই ছবি ইতিমধ্যেই দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। সত্য ঘটনা অবলম্বনে এই ছবিতে কোস্টাও ফার্নান্ডেজ়ের চরিত্রে রয়েছেন নওয়াজ়। সেজল শাহের এই ছবিতে রয়েছেন প্রিয়া বাপট, হুসেইন দলাল, মাহিকা শর্মাও। জ়ি ফাইভে দেখা যাচ্ছে এই ছবি।

৪। ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে— লভ কিল্‌স: ওটিটি জগতে থ্রিলার নিয়ে বিশেষ আগ্রহ দর্শকের। এমনই একটি সিরিজ় এটি। পুষ্কর সুনীল মহাবলম পরিচালিত এই সিরিজ়ের কেন্দ্রে রয়েছে এক সাংবাদিকের চরিত্র। অভিনয় করেছেন তিগমাংশু ধুলিয়া, দেবেন ভোজানি, এডওয়ার্ড সোনব্লিক, হাক্কিম শাহজাহান। সোনি লিভ-এ দেখা যাচ্ছে এই সিরিজ়।

৫। কাল: দ্য লেগাসি অফ রেসিংস: এই সিরিজ়ে রয়েছেন নিমরত কৌর, অমল পরাশর, ঋধি ডোগরা। রাজকীয় পরিবারের ভাইবোনদের মধ্যে রাজসিংহাসন দখল করা নিয়ে লড়াই তুলে ধরা হয়েছে এই ছবিতে। বর্তমানে জিয়ো হটস্টারে এই সিরিজ় দেখা যাচ্ছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ May 05, 2025
img
কেউ যেন হাসিনা হয়ে উঠতে না পারে সে জন্য বিচার আবশ্যক : সারজিস May 05, 2025
বিদেশি চলচিত্রে ১০০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প! May 05, 2025
পা'কিস্তানের ওপর আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী May 05, 2025
img
নিউজিল্যান্ডকে হারিয়ে, বাংলাদেশ অধিনায়কের বার্তা May 05, 2025
img
হাসনাতের ওপর হামলার মতো ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে : স্বরাষ্ট্র উপদেষ্টা May 05, 2025
img
হিথ্রো বিমানবন্দরের দিকে রওনা দিলেন খালেদা জিয়া May 05, 2025
img
৪৩ বছরেও আইপিএল খেলার স্বপ্ন দেখেন রাসেল May 05, 2025
img
“এইটা বঙ্গদেশের আসমান”—‘মুজিব’ সিনেমা নিয়ে গালিগালাজে বিরক্ত অরণ্য আনোয়ার May 05, 2025
img
দেশে ফিরছেন খালেদা জিয়া, আন্তঃনগর ট্রেন তেজগাঁওসহ ৩ স্টেশনে যাত্রাবিরতি May 05, 2025