‘মেয়েরা প্রপোজ করত, এনজয় করতাম’

একটা সময় সামাজিক মাধ্যমে নানা রূপ-সাজে দেখা মিলত তাকে, ইদানীং পর্দায় বেশ আনাগোনা তার। কিন্তু তার কিছু উদ্ভট সাজ নিয়ে শুরুতে সমালোচনাটাই বেশি করেছিল নেটিজেনরা। তবে সেসব এখন কমে গেছে অনেকটাই, বিপরীতে তৈরি হয়েছে তার নতুন ভক্তমহল ও প্রশংসা।

বলা হচ্ছে, শোবিজ অঙ্গনের এক নতুন মুখ, মডেল ও অভিনেত্রী রিয়া মনির কথা। দেখতে লাস্যময়ী এই অভিনেত্রী দিনে দিনে দর্শকের নজরে আসছেন। ইতোমধ্যে তার অভিনীত নাটকগুলোও সাড়া ফেলেছে বেশ।

গেল ঈদের বিশেষ আয়োজনে অন্য শিল্পীদের সঙ্গে পর্দা মাতিয়েছেন রিয়া। মোস্তফা খান সিহান -এর পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘ফুলপুর’ নাটকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। এছাড়াও ‘সেরা রূপসি’, ‘দুইবোন’, ‘স্মৃতির জোনাকি’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন।

বলা যায়, রিয়া মনির ক্যারিয়ার সবে মাত্র শুরু। একটু একটু করে নিজেকে তৈরিও করছেন। সঙ্গে দর্শকদের ভালো ভালো কাজ উপহার দেওয়ার পাশাপাশি নিজের জায়গা পোক্ত করার দৃঢ় সংকল্পও রয়েছে তার। তবে শুধু ছোট পর্দাতেই আটকে থাকবেন না রিয়া, বড় পর্দাতেও কাজ করবেন এই উঠতি অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রিয়া মনি। সেখানে কাজ-ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন। অতীতের কিছু মজার ঘটনাও ভাগ করে নেন সেই সঙ্গে।

বলে রাখা ভালো, একটা সময় নেটিজেনদের আলোচনার কেন্দ্রে ছিল রিয়ার লুক। আদতে তাদের অনেকে শুরুতে তাকে ছেলে ভাবতেন। কারণ, তার হেয়ারকাট থেকে শুরু করে পোশাক-আশাক ছিল তার কারণ। কিন্তু রিয়া এবার নিজেও এবার এ বিষয়ে মুখ খুললেন। জানালেন, বাইরে বের হলে অনেকে তাকে ছেলেই ভাবতো। মেয়েদের থেকে নাকি প্রেমের প্রস্তাবও পেয়েছেন এই অভিনেত্রী!

রিয়া মনি বলেন, ‘দুই বছর আগে যখন চুল একেবারেই শর্ট করে ফেলি। মানে বয়কাট ছিল আমার চুল। তখন আমি স্বাভাবিকভাবে বাইরে মানে ক্যাফেতে কিংবা বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি। আমি খেয়াল করি ছেলেদের চেয়ে বেশি মেয়েরাই আমাকে ফোকাস করছে। সে জায়গা থেকে আমি সত্যি কথা বলব, মেয়েরা ভাবত আমি ছেলে। কারণ, আমার আউটফিট, সবকিছু মিলিয়ে ভাবত ছেলে। তো সে জায়গা থেকে আমিও মেয়েদের প্রপোজ পেয়েছি।’

মেয়েদের প্রপোজ পেতে কেমন লাগে, সে অভিজ্ঞতা জানিয়ে রিয়া মনি বলেন, ‘আমি সে ব্যাপারটা খুব এনজয় করেছি।’

রিয়া মনি আরও বলেন, ‘অন্য মেয়েরা বয়কাট করলেও তাদের মেয়েই মনে হয়। কিন্তু এই কাজ আমি করলে বিষয়টা পুরো ছেলে। আর মেয়ে হয়ে মেয়েদের প্রপোজ পাওয়াটা তো একটু মজার।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সাফল্যের বার্তা পেলেন মিরাজ May 05, 2025
img
আমার মা, ভাইবোন যেমন পরিবার গৃহকর্মীও তাদেরই একজন : জয়া May 05, 2025
img
গরু খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক May 05, 2025
img
খালেদা জিয়ার আগমন ঘিরে যানজটের আশঙ্কা, সময় হাতে নিয়ে রওনা হওয়ার পরামর্শ May 05, 2025
img
আগামীকাল মোটরসাইকেল চলতে পারবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে May 05, 2025
img
৯ মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক প্লাটফর্ম ‘আপ বাংলাদেশ’ May 05, 2025
img
পরিকল্পনার মাধ্যমে গাছ রোপণ করে ঢাকার তাপমাত্রা কমিয়ে আনতে হবেঃ ডিএনসিসি প্রশাসক May 05, 2025
img
লাইসেন্স ছাড়াই চলছে হাজারেরও বেশি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান : সংস্কার কমিশন May 05, 2025
img
রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের বার্তা May 05, 2025
img
আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে May 05, 2025