খালেদা জিয়ার আগমন ঘিরে যানজটের আশঙ্কা, সময় হাতে নিয়ে রওনা হওয়ার পরামর্শ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন আগামীকাল মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায়। এ উপলক্ষে ঢাকার বিমানবন্দর সড়কে তীব্র যানজটের আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

যাত্রীদের অসুবিধা এড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিভিন্ন বিমান সংস্থা সময়মতো পৌঁছানোর জন্য যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে রওনা হওয়ার আহ্বান জানিয়েছে।

বিশেষ করে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটার মধ্যে যাদের ফ্লাইট রয়েছে, তাদের উদ্দেশে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফেসবুক পোস্টে জানায়, “এয়ারপোর্ট অভিমুখী রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে, সুতরাং ফ্লাইট মিসের ঝুঁকি এড়াতে যথেষ্ট সময় নিয়ে রওনা দিন।”

বিমানবন্দর সড়কে যানবাহন ও জনসমাগম বাড়তে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষও সতর্কবার্তা দিয়েছে।


এসএস/টিএ

Share this news on: