চীনের সঙ্গে ন্যায্য বাণিজ্য চুক্তি চায় যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে একটি ন্যায্য বাণিজ্য চুক্তি চায় যুক্তরাষ্ট্র—এক সংবাদ সম্মেলনে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটি জানিয়েছেন। তিনি বলেন, ‘বাণিজ্য চুক্তি নিয়ে চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে। চীনের সঙ্গে আলোচনার প্রধান লক্ষ্য হলো একটি ন্যায্য চুক্তিতে পৌঁছানো।এসংক্রান্ত ঘোষণা আসতে পারে চলতি সপ্তাহেই এমন তথ্যও বলেও জানিয়েছেন তিনি।

যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ডোনাল্ড ট্রাম্প।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলমান আছে, তবে দেশ দুটির প্রেসিডেন্টের এ সপ্তাহে কোনো বৈঠক করার পরিকল্পনা নেই।

এমআর/টিএ



Share this news on:

সর্বশেষ