ঘুমিয়ে পড়েন চালক, তারপর দুর্ঘটনা; কেমন আছেন পবনদীপ?
মোজো ডেস্ক 10:52PM, May 05, 2025
‘ইন্ডিয়ান আইডল’ জয়ী জনপ্রিয় সঙ্গীতশিল্পী পবনদীপ রাজন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ মে) ভোররাতে আহমেদাবাদের কাছে একটি হাইওয়েতে মালবাহী ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পবনদীপ ছাড়াও তার বন্ধু অজয় মেহরা এবং চালক রাহুল সিংহ গুরুতর আহত হন।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায় শুয়ে আছেন পবনদীপ। তার হাত-পায়ে গভীর আঘাত ও মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। গায়কের অনুরাগীরা ভিডিও দেখে উদ্বিগ্ন হয়ে তার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর তিনজনকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পবনদীপকে উন্নত চিকিৎসার জন্য নয়ডার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গাজারুলা থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে চালকের ঘুমিয়ে পড়াকেই কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।