‘মুজিব’ নিয়ে শিল্পীদের সমালোচনায় ক্ষোভ অরণ্য আনোয়ারের

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করা শিল্পীদের নিয়ে রাজনৈতিক পরিবেশের বদলের পর শুরু হওয়া বিতর্ক ও সমালোচনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা অরণ্য আনোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি তুলে ধরেছেন, সিনেমাটিতে সুযোগ পাওয়ার জন্য শিল্পীদের মধ্যে কীভাবে তীব্র প্রতিযোগিতা ও তদবির চলেছিল, আর এখন কেবল কয়েকজনকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে—সেই প্রশ্নও তুলেছেন।

তিনি লিখেছেন, ‘‘এই ছবিতে অভিনয়ের জন্য অডিশন দেননি, স্ক্রিন টেস্ট দেননি—এমন শিল্পী খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। অডিশনের লাইনে দাঁড়াতে অনেকেই মরিয়া ছিলেন। এমনকি গণভবন ও ভারতের পরিচিতদের মাধ্যমেও তদবির চলেছে, যদিও তদবিরে কেউ সুযোগ পাননি।’’

অডিশনে চূড়ান্ত হওয়াকে তিনি ‘হিমালয় জয়ের মতো’ উল্লেখ করে বলেন, “কে কোন চরিত্রে সুযোগ পেলেন, তা নিয়ে শিল্পীমহলে আলোচনার ঝড় চলতো।”

একইসঙ্গে তিনি জানান, এই প্রতিযোগিতা থেকে কিছু তারকা নিজেদের দূরে রেখেছিলেন। নাম না বললেও তাদের নামের আদ্যাক্ষর ‘ম’ বলেও ইঙ্গিত দেন তিনি।

তবে সিনেমা মুক্তির পর, বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশাসহ অনেক শিল্পী যেভাবে সমালোচিত হচ্ছেন, তা নিয়ে অরণ্য আনোয়ারের বক্তব্য, “হুদাই তিশাকে দোষ দিয়েন না, শুভ বা অন্যদের গালি দিয়া আসমান কাঁপাইয়েন না। ভুলে যাইয়েন না, এইটা বঙ্গদেশের আসমান—এটা কেমনে কাঁপে, সবাই জানে।”

তিনি আরও উল্লেখ করেন, শুধু স্ত্রী এই সিনেমায় কাজ করেছেন বলে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকেও যেভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, তাও অযৌক্তিক। “ফারুকী মুজিব বন্দনা করেননি, এমন নয়। কিন্তু বিতর্কে শুধু ওর নাম আসে—এটাই কষ্টের,” বলেন তিনি।

নব্বইয়ের দশকে ‘নুরুল হুদা’ টেলিভিশন সিরিজের মাধ্যমে খ্যাতি পাওয়া অরণ্য আনোয়ার ২০২১ সালে প্রথম চলচ্চিত্র ‘মা’ নির্মাণ করেন, যেখানে অভিনয় করেন পরীমনি।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ