চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় নকলে সহায়তার অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের তালিকা তৈরি করছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। এর মাধ্যমে যেসব কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শক পরীক্ষার নীতিমালা লঙ্ঘন করে অসদুপায় অবলম্বনে সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৫ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা একটি চিঠিতে এ বিষয়ে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, এসএসসি ২০২৫ পরীক্ষায় যেসব শিক্ষক নীতিমালা পরিপন্থি কাজের জন্য বহিষ্কার বা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া পেয়েছেন, তাদের তথ্য নির্দিষ্ট ছকে বোর্ডে পাঠাতে হবে। বোর্ডের নির্ধারিত ছকে যাবতীয় তথ্য পূরণ করে আগামী ১৪ মের মধ্যে ই-মেইলের (controller@dhakaeducationboard.gov.bd) মাধ্যমে পাঠাতে হবে।
চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, সারাদেশে ৯টি বোর্ডের অধীনে ২ হাজার ২৮২টি কেন্দ্রে, মাদ্রাসা বোর্ডের অধীনে ৭২৫টি কেন্দ্রে এবং ভোকেশনাল বা কারিগরি বোর্ডের অধীনে ৬৯৯টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রুটিন অনুযায়ী আগামী ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
টিকে/টিএ