সিরাজ ভবনের বেজমেন্টে ছিল সিলিন্ডার ও জেনারেটর : ফায়ার সার্ভিস

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ টাওয়ারের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বেজমেন্টটি গ্যারেজ হিসেবে ব্যবহৃত হওয়ার কথা থাকলেও সেখানে সিলিন্ডার ও জেনারেটর রাখা ছিল। ধারণা করা হচ্ছে, আগুনের সূত্রপাত জেনারেটর থেকেই হতে পারে।

সোমবার (৫ মে) রাতে আগুন লাগা ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা এক ঘণ্টার মধ্যে রাত ৭টা ৪৭ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ভবনটিতে শপিংমল, রেস্টুরেন্ট, হোটেল, অফিস ও আবাসিক ফ্ল্যাট ছিল। হুইল চেয়ারেও রেস্টুরেন্ট কিংবা উপরে গিয়েছিলেন আমরা দেখেছি। প্রায় দুইশোর কাছাকাছি পরিবারের সদস্য ছিল। প্রায় একশোর কাছাকাছি মানুষকে আমরা উপর থাকে নামিয়ে নিরাপদে নিয়ে আসি।

ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ির পানি শেষ হয়ে যাচ্ছিল উল্লেখ করে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, পাশেই বেইলি রোডের একটি পুকুর থাকায় পুকুরের পানি নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি।

অগ্নিকাণ্ডের সূত্রপাত জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হয়েছে। তবে তদন্তের পর আগুনের মূল কারণ জানা যাবে।

বেজমেন্টে কী কী ছিল জানতে চাইলে লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বেজমেন্টে গাড়ির গ্যারেজ হওয়ার কথা। কিন্তু আমরা সিলিন্ডার ও জেনারেটর দেখেছি। জেনারেটরের পয়েন্ট থেকে আগুনের সূত্রপাতটা বেশি দেখেছি।

অতিরিক্ত ধোঁয়া ছিল, ধোঁয়ার কারণে শুরুতে আমাদের কাজ করতে বেগ পেতে হয়েছে। ৫-৬ তলা পর্যন্ত ধোঁয়া ছিল। ধারণা করা হচ্ছে, জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এখন পর্যন্ত আহত কিংবা নিহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এর আগে, সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটের দিকে ওই ভবনে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ডিবিতে মেঝেতে রাখা হয়েছিল মাহমুদুর রহমানকে! May 06, 2025
img
মেট গালায় ফের একসঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কা! পুরনো প্রেম ফিরছে কী? May 06, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ May 06, 2025
img
ইয়েমেনে হামলা চালাচ্ছে নেতানিয়াহু'র দেশ May 06, 2025
img
জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা May 06, 2025
img
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন রাবাদা May 06, 2025
img
ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগ May 06, 2025
img
জামায়াত কর্মী সেজে পালাতে গিয়ে ধরা পড়লো কৃষকলীগ নেতা May 06, 2025
img
বান্দরবানে জুম ক্ষেতে মিলল খেয়াং নারীর মরদেহ May 06, 2025
সাকিব-মাহমুদউল্লাহকে ছাড়িয়ে পিএসএলে যে রেকর্ড গড়লেন রিশাদ May 05, 2025