জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় ১০০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৫ মে) সন্ধ্যায় এনসিপির গাজীপুর জেলা শাখার সদস্য আল আমিন বাদী হয়ে বাসন থানায় মামলাটি করেন বলে জানান ওসি মো. শাহিন খান।
এর আগে রবিবার (৪ মে) সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকাগামী পথে হামলার শিকার হন হাসনাত আব্দুল্লাহ। মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত তার গাড়ির গতি রোধ করে ইটপাটকেল ছুড়ে কাচ ভাঙচুর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এতে তিনি ডান হাতে আঘাত পান।
হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৩ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশ বলছে, ঘটনাটি তদন্তাধীন এবং বাকি আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।