আইপিএলে বৈভব-আয়ুষের দারুণ প্রতিযোগিতা, আয়ুষকে বাবা যোগেশের সতর্কবার্তা

একজনের বয়স ১৪। আরেকজনের ১৭। দুই ‘বিস্ময় প্রতিভা’কে নিয়ে অষ্টাদশ আইপিএলে চর্চা অব্যাহত। বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রে। বৈভব গুজরাট টাইটান্স ম্যাচে ৩৫ বলে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছে। পালটা হিসেবে আয়ুষ আরসিবি’র বিপক্ষে করেছে ৪৮ বলে ৯৪। দুই ক্রিকেটারের এই ‘লড়াই’ উপভোগ করছে ক্রিকেট মহল। এই পরিস্থিতিতে আয়ুষের বাবা যোগেশ তাঁর ছেলেকে ‘সাবধান’ করে দিয়েছেন।

কী বলেছেন যোগেশ? তাঁর কথায়, “বৈভব আর আয়ুষ, দু’জন কিন্তু একেবারেই ভিন্ন ধরনের ব্যাটার। এ কথা ছেলেকে বলেছি। আয়ুষ ডানহাতি। বৈভব বাঁ-হাতি। কেউ যদি বৈভবের সঙ্গে ওর তুলনা করে, সে কথা গায়ে না মাখতে বলেছি ওকে। আয়ুষকে এও বলেছি, বৈভবকে নকল করতে যেও না। নিজের উপর কোনও বাড়তি চাপ নেওয়ার দরকার নেই ওর। এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে আয়ুষকে।”

এরপর মহেন্দ্র সিং ধোনির কথা উল্লেখ করে যোগেশ বলেন, “ধোনি আয়ুষকে বলেছেন, ‘ভালো খেলেছ। ভবিষ্যতে এভাবেই তোমাকে ভালো খেলতে হবে।’ ধোনি হয়তো বেশি কিছু বলেননি। কিন্তু তাঁর মতো ক্রিকেটারের কাছ থেকে এই প্রশংসা পাওয়াও কম কিছু নয়। ধোনিকে খুবই সম্মান করে আয়ুষ। মনে হয়, ধোনি আয়ুষের উপর আস্থা রেখেছেন।”

আয়ুষ এখন পর্যন্ত চার ইনিংসে ১৬৩ রান করেছে। গড় ৪০.৭৫। স্ট্রাইক রেট ১৮৫.২২। কনুইয়ে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়া রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে চেন্নাই দলে নেওয়া হয়েছিল আয়ুষ মাত্রেকে। আর সিএসকে দলে সুযোগ পেয়েই ‘কামাল’ পারফরম্যান্স জারি রেখেছে আয়ুষ। আসলে সেঞ্চুরি করার পর পরপর দুই ম্যাচে ব্যর্থ হয়েছে বৈভব। সেই কারণেই কি আয়ুষকে সতর্ক করেলেন তার বাবা?

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ ৭ ব্যাংক হিসাব May 06, 2025
img
অপেক্ষমাণ ভিসা ইস‍্যু দ্রুত সমাধানে ইতা‌লিকে তা‌গিদ May 06, 2025
img
সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ : আসিফ নজরুল May 06, 2025
img
ডিবি হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা May 06, 2025
img
সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ May 06, 2025
img
অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব : আসিফ নজরুল May 06, 2025
img
খানিকটা অসুস্থ খালেদা জিয়া, নেতাকর্মীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ May 06, 2025
img
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে হামলার ঘটনায় ১৩০ জনের বিরুদ্ধে মামলা May 06, 2025
img
পলকের জেদের জন্য প্রাক্তনের কী অবস্থা হয়েছিল? May 06, 2025
img
কি জিনিস বানালো ইরান, চমকে দিলো বিশ্বকে May 06, 2025