পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৯

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ৩ জেলায় সেনাবাহিনী পরিচালিত অভিযানে এক সেনাসদস্য এবং ৮ সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনি ও রোববার উত্তর ওয়াজিরিস্তান, খাইবার ও বান্নু জেলায় অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। এ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়েছে সেনা সদস্যদের এবং এতে নায়েক মুজাহিদ খান (৪০), এই দেশের সাহসী সন্তান মৃত্যুকে আলিঙ্গন করেছেন। এর বাইরে ৮ জন খারিজিকে নরকে পাঠানো হয়েছে।”

নিহত সন্ত্রাসীরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য। সেনবাহিনী অবশ্য কখনও টিটিপির নাম ‍উচ্চারণ করে না, ‘খারিজি’ বা ‘সন্ত্রাসী’ হিসেবেই উল্লেখ করে। সোমবারের বিবৃতিতে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, “আমাদের অভিযান অব্যাহত থাকবে।পাকিস্তানের সেনাবাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে প্রতিজ্ঞাবদ্ধ।”

পাকিস্তানের চার প্রদেশ ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি প্রদেশে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গেল বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

সূত্র : জিও নিউজ

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ঈদুল আজহার আগে দুই শনিবার খোলা থাকবে অফিস May 06, 2025
img
মেট গালায় প্রায় দু’দশক পরে মুখোমুখি শাহরুখ-প্রিয়াঙ্কা! May 06, 2025
img
সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ফ্ল্যাট জব্দ, অবরুদ্ধ ৭ ব্যাংক হিসাব May 06, 2025
img
অপেক্ষমাণ ভিসা ইস‍্যু দ্রুত সমাধানে ইতা‌লিকে তা‌গিদ May 06, 2025
img
সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ : আসিফ নজরুল May 06, 2025
img
ডিবি হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা May 06, 2025
img
সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ May 06, 2025
img
অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব : আসিফ নজরুল May 06, 2025
img
খানিকটা অসুস্থ খালেদা জিয়া, নেতাকর্মীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ May 06, 2025
img
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে হামলার ঘটনায় ১৩০ জনের বিরুদ্ধে মামলা May 06, 2025