৩০% উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের হাজার হাজার কর্মকর্তা ও কর্মীকে চাকরিচ্যুতির পর এবার সামরিক বাহিনীর আকার ছোটো করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে মার্কিন সামরিক বাহিনীর ৩০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দেন হেগসেথ। যে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে, তারা সবাই চার তারকা জেনারেল পদমর্যাদার।

হেগসেথ জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর ন্যাশনাল গার্ড বিভাগের ২০ শতাংশ চার তারকা কর্মকর্তা ও অন্যান্য বিভাগের ১০ শতাংশ কর্মকর্তাকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে এক্সবার্তায় হেগসেথ বলেন, “বাহিনীতে অধিকসংখ্যক জেনারেল ও অ্যাডমিরাল থাকলেই যে বেশি সাফল্য আসবে— ব্যাপারটি এমন নয়; বরং সেনাবাহিনীকে আরও চৌকস ও দক্ষ করে তুলতে হলে প্রয়োজনের অতিরিক্ত লোকবল কমানো জরুরি। এতে বাহিনীর ওপর থেকে চাপ কমবে।”

“আরও একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে এটি কিন্তু কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং এটি সেনাবাহিনীর জয়েন্ট স্টিফস অভ স্টাফদের সঙ্গে এক লক্ষ্যে কাজ করার একটি সুচিন্তিত প্রক্রিয়া যা কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে।”

মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ সেনা কর্মকর্তার পদের নাম চার তারকা জেনারেল। বর্তমানে দেশটির সেনাবাহিনীতে চার তারকা জেনারেল রয়েছেন ৪৪ জন। হেগসেথের ঘোষণা অনুযায়ী, এদের মধ্যে ২০ শতাংশকে ছাঁটাই করা হবে। ইতোমধ্যে সেনাবাহিনীর জয়েন্ট স্টিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান, নৌবাহিনীর শীর্ষ অ্যাডমিরাল এবং জাতীয় নিরাপত্তা দপ্তরের পরিচালককে চাকরিচ্যুত করা হয়েছে।

এদিকে হেগসেথের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্য ও সিনেটর জ্যাক রিড। রয়টার্সকে তিনি বলেন, “আমি নিজে সব সময় সামরিক বাহিনীর দক্ষতা বাড়ানোর ব্যাপারে সোচ্চার ছিলাম। কিন্তু সামরিক বাহিনীর কর্মীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হওয়া উচিত ফ্যাক্ট এবং বিশ্লেষণ, স্বেচ্ছাচারী শতকরা হিসেব কখনও ছাঁটাইয়ের ভিত্তি হতে পারে না।”

“কোনো কারণ ছাড়া দক্ষ কর্মকর্তাদের ছাঁটাই করা হলে সেনাবাহিনীর দক্ষতা বাড়বে না, বরং বাহিনী পঙ্গু হয়ে যাবে”, রয়টার্সকে বলেন হেগসেথ।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
অপেক্ষমাণ ভিসা ইস‍্যু দ্রুত সমাধানে ইতা‌লিকে তা‌গিদ May 06, 2025
img
সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ : আসিফ নজরুল May 06, 2025
img
ডিবি হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা May 06, 2025
img
সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ May 06, 2025
img
অবৈধ বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব : আসিফ নজরুল May 06, 2025
img
খানিকটা অসুস্থ খালেদা জিয়া, নেতাকর্মীদের বাড়ি ফিরে যেতে অনুরোধ May 06, 2025
img
কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে হামলার ঘটনায় ১৩০ জনের বিরুদ্ধে মামলা May 06, 2025
img
পলকের জেদের জন্য প্রাক্তনের কী অবস্থা হয়েছিল? May 06, 2025
img
কি জিনিস বানালো ইরান, চমকে দিলো বিশ্বকে May 06, 2025
img
দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া May 06, 2025