দলগুলোর সঙ্গে আলোচনা আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে অগ্রগতি হচ্ছে : আলী রীয়াজ
মোজো ডেস্ক 12:25PM, May 06, 2025
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে অগ্রগতি হচ্ছে বলে।
মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ বলেন, আমরা সপ্তাহ দু-এক আগে আলোচনা শুরু করেছিলাম। বেশ কিছু বিষয়ে আলোচনা অগ্রগতি করতে পেরেছি। কিছু কিছু বিষয় অমীমাংসিত থেকেছে। দুই-একটি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচিত হয়নি। আশা করছি আজকের আলোচনার মাধ্যমে সেগুলোতে আমরা অগ্রগতি করতে পারব। আজকের আলোচনার মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ে এনসিপির সঙ্গে একটি সমাপ্তি টানা যাবে।
১৫ মে এর মধ্যে প্রাথমিক পর্যায়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষ হবে জানিয়ে তিনি আরও বলেন, দ্বিতীয় পর্যায়ের দিকে অগ্রসর হওয়া। আজকের আলোচনায় জাতীয় ঐকমত্যের পক্ষ থেকে প্রস্তাবের পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টি থেকে যে সমস্ত মৌলিক সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে আমরা গ্রহণ করলাম। সেটি পর্যালোচনার মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি।
“রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে অগ্রগতি হচ্ছে। এর মাধ্যমে আমরা একটি জাতীয় সনদ তৈরি করার চেষ্টা করছি, যার লক্ষ্য ভবিষ্যতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরি করা। সেই প্রক্রিয়া আপনাদের মৌলিক সংস্কারের রূপরেখাগুলো অবশ্যই সহায়তা করবে। আজকের আলোচনা মাধ্যমে আমরা আরও অনেকটা পথ অগ্রসর হতে পারবো। প্রাথমিক আলোচনা ধরে দ্বিতীয় পর্যায়ে আলোচনা প্রবেশ করতে পারবো।”