তামাকের কর ও মূল্য বৃদ্ধির দাবি তরুণদের

তামাকপণ্যের সহজলভ্যতা তরুণ প্রজন্ম ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মারাত্মক হুমকি – এমন মন্তব্য করে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছে তামাকবিরোধী তরুণ ফোরাম।

মঙ্গলবার (৬ মার্চ) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক পণ্যে কার্যকর কর ও মূল্য বৃদ্ধির দাবি’ শীর্ষক মানববন্ধনে সংগঠনটির সদস্য ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

ফোরামের সদস্যরা দাবি জানিয়ে বলেন, চার স্তরের (নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম) সিগারেট কাঠামো কার্যকরভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দামের পার্থক্য খুব সামান্য হওয়ায় ভোক্তারা সহজেই এক স্তর থেকে অন্য স্তরে যেতে পারছে।

এ বিষয়ে নারী মৈত্রীর প্রোজেক্ট কো-অর্ডিনেটর নাসরিন আক্তার বলেন, নিম্ন ও মধ্যম স্তরের সিগারেট একত্রিত করে দাম বাড়ানো হলে দরিদ্র ও তরুণ জনগোষ্ঠী ধূমপান থেকে বিরত থাকবে।
মানববন্ধনে তামাকবিরোধী তরুণ ফোরামের আহ্বায়ক আশরাফিয়া জান্নাত বলেন, আমাদের প্রস্তাব বাস্তবায়ন হলে ৯ লাখ তরুণসহ প্রায় ১৭ লাখ মানুষের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব হবে। সেইসঙ্গে সরকার পাবে ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব।

তিনি বলেন, আসন্ন বাজেটে ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য নিম্ন ও মধ্যম স্তরে ৯০ টাকা নির্ধারণ, উচ্চ স্তরে ১৪০ টাকা অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরে ১৯০ টাকা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেইসঙ্গে খুচরা মূল্যের ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রাখতে হবে।

মানববন্ধনে বিড়ি ও অন্যান্য তামাকপণ্যের মূল্য বৃদ্ধিরও সুপারিশ করা হয়। ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা এবং ফিল্টারযুক্ত ২০ শলাকা বিড়ির মূল্য ২০ টাকা নির্ধারণ করে ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের দাবি তোলা হয়। জর্দা ও গুলের ক্ষেত্রেও যথাক্রমে ১০ গ্রামে ৫৫ ও ৩০ টাকা খুচরা মূল্য নির্ধারণ করে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের দাবি জানায় ফোরাম।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
স্টান্টম্যান মনিরের পরিবারের পাশে শাকিব-রাফী May 06, 2025
img
খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে নেতাকর্মীদের আসা ঠেকানো যায়নি May 06, 2025
img
প্রশংসা পাচ্ছে সুবহার ‘কালকে টুনির বিয়া’ May 06, 2025
img
দুই পুত্রবধূর জন্য বিশেষ রান্না করলেন খালেদা জিয়ার বাবুর্চি May 06, 2025
img
পায়ে হেঁটে ফিরোজায় ঢুকলেন খালেদা জিয়া, উচ্ছ্বসিত নেতাকর্মীরা May 06, 2025
img
পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা সংকট, পিপিপির উদ্বেগ May 06, 2025
শ্রমিকদের সাথে মাঠে নামলো এনসিপি নেতা May 06, 2025
img
কম্পটনের ৮৬ বছরের পুরনো রেকর্ড ছুঁয়ে দেখালেন জেমস রেউ May 06, 2025
খালেদাকে বরণ করতে শরীরে ধান জড়িয়ে নাটোর থেকে ঢাকায় May 06, 2025
জোবাইদার জন্য সেজেছে ‘মাহবুব ভবন’, নিরাপত্তায় যত পদক্ষেপ May 06, 2025