মেট গালায় শাকিরার ভক্তদের করজোরে ‘নমস্কার’ জানালেন দিলজিৎ

নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়া বিশ্বের জনপ্রিয় ফ্যাশন শো মেট গালা অনুষ্ঠানে সারা বিশ্বের তারকারা একত্রিত হন। তবে চলতি বছরে ভারতীয় তারকাদের দিকেই বিশেষভাবে নজর সবার, কারণ এই বছর প্রথমবার এতে অংশগ্রহণ করলেন শাহরুখ খান। এছাড়াও অন্তঃসত্ত্বা অবস্থায় এলেন কিয়ারা। অন্যরকম সাজে নজর কেড়েছেন দিলজিৎ দোসাঞ্ঝও।

মেট গালা অনুষ্ঠানে রাজকীয় পোশাকে সেজে এসেছিলেন দিলজিৎ। পাঞ্জাবি ঐতিহ্যকে বজায় রেখে সাদা শেরওয়ানিতে সেজেছিলেন তিনি। সঙ্গে ছিল পাগড়ি, বহুমূল্যবান গয়না। সব মিলিয়ে কোনও রাজার থেকে কম লাগছিল না তাকে।

তবে এই অনুষ্ঠানে শুধু পোশাকের দিক থেকে নয়, ব্যবহারের দিক দিয়েও তিনি ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছেন বিশ্বের দরবারে।

মেট গালা অনুষ্ঠানে গায়িকা শাকিরার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা যায় দিলজিৎকে। ইনস্টাগ্রামে শাকিরার পোস্ট করা ভিডিওতে উঠে এসেছে দিলজিৎ এবং শাকিরার সময় কাটানোর বেশ কিছু মুহূর্ত। তবে শুধু শাকিরা এবং দিলজিৎ নন, ভিডিওতে দেখা গেছে নিকোল শেরজিঙ্গার এবং টেসা থাম্পসনকেও।

দেখা গেছে দিলজিৎ- এর ডিজাইনার তথা বন্ধু প্রবাল গুরুংকেও।

ভিডিও চলাকালীন শাকিরা তার ইনস্টাগ্রামে বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিলেন দিলজিৎ - এর সঙ্গে। শাকিরা যখন ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘সবাই দেখুন ইনি হলেন দিলজিৎ। সবাই হাই বলুন।’ ঠিক সেই সময় শাকিরার ভক্তদের উদ্দেশ্যে হাত না নাড়িয়ে হাতজোড় করে নমস্কার করতে দেখা যায় দিলজিৎকে।

এভাবেই তিনি ভারতীয় সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরলেন।

দিলজিৎ এবং শাকিরার আড্ডার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তরা এই দুই তারকাকে একসঙ্গে দেখার দাবি জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আমরা আপনাদের একসঙ্গে গান গাইতে দেখতে চাই।’ অন্য একজন লিখেছেন, ‘সত্যিই আজ পাঞ্জাব বিশ্বের দরবারে স্থান পেল। দারুণ লাগছে। আইকনিক মুহূর্ত।’ 

একজন ভক্ত বলেন, ‘আপনাদের দুজনকে একসঙ্গে মঞ্চে দেখতে চাই।’ অন্য একজন লিখেছেন, ‘আপনারা দুজন কোলাব করলে দারুণ হবে। হয়তো ভবিষ্যতে এমনটাই দেখতে পাব আমরা।’

প্রসঙ্গত, দিলজিৎ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ইশা আম্বানি সহ আরও অনেকেই। অতিথিদের প্রতিবছরের মতো বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়েছিল। আমন্ত্রণপত্র থাকলেও প্রবেশ করার আগে দিতে হয়েছে নির্ধারিত পরিমান অর্থ। পোশাক এবং খাবারের ক্ষেত্রেও মেনে চলতে হয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম।


আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ