কোহলিকে ভারতীয় এই গায়কের মানুষ মনে হয় না

আইপিএলে দুর্দান্ত ছন্দে আছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০৫ রান করা ভারতীয় কিংবদন্তি মাঠের বাইরেও আলোচনা-সমালোচনায় রয়েছেন। আর তা হচ্ছে অভিনেত্রী ও ইনফ্লুয়েঞ্জার অবনীত কৌরের আবেদনময়ী ছবিতে লাইক দেওয়ার কারণে।

যদিও পরে ব্যাখ্যা দিয়েছেন কোহলি।

তাতেও সমালোচনা পুরোপুরি থামেনি। অবশ্য কিছুটা কমেছে। তবে বিষয়টা যখন শেষ হওয়ার পথে তখনই ‘রানমেশিন’ খ্যাত ব্যাটারকে খোঁচা মারলেন ভারতীয় গায়ক রাহুল বৈদ্য। ভারতের সাবেক অধিনায়ককে ‘মানুষ’ মনে করেন না তিনি।

ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও বার্তায় এমনটিই বলেছেন রাহুল। সঙ্গে তাকে ব্লকড দেওয়ার বিষয়টিও তুলে ধরেছেন। ভারতীয় গায়ক বলেছেন, ‘কিছু কারণে বিরাট কোহলি আমাকে ব্লকড দিয়েছিল। কারণগুলো সম্পর্কে আমি জানতাম না।

এক সময় তার ভক্ত ছিলাম। আমি এখনো তার ক্রিকেটের ভক্ত। তবে তাকে মানুষ হিসেবে মনে করি না।’

কোহলি কয়েক দিন আগে অবনীত কৌরের ফ্যানপেজের ছবিতে লাইক দেওয়ার ব্যাখ্যা সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘বিষয়টা পরিস্কার করছি যে, যখন আমার ফোনের ফিড মুছে দিচ্ছিলাম তখন অ্যালগারিদম ভুলবশত হয়তো এক ইন্টারঅ্যাকশন দিয়েছে। এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। অনুরোধ করছি এ নিয়ে যেন অপ্রয়োজনীয় আলোচনা না হয়।’

কোহলির এই ব্যাখ্যা নিয়ে বিদ্রুপ করেছেন রাহুল। ইন্ডিয়ান আইডল ও বিগ বসে অংশ নেওয়া গায়ক বলেছেন, ‘সবাইকে বলতে চাই ভুল করে অ্যালগারিদম ছবিগুলোতে লাইক দিয়েছে। আমি এই কাজ করিনি। তাই মেয়েরা অনুরোধ করছি এটা কেউ প্রচার করবেন না। আমার ভুল ছিল না। এটা ইনস্টাগ্রামের ভুল ছিল। ওকে।’

তাকে কোহলি ব্লকড দেননি ইনস্টাগ্রাম দিয়েছে বলেও মজা করেছেন রাহুল। এই গায়ক বলেছেন, ‘‘বন্ধুরা আপনারা জানেন, কোহলি আমাকে ব্লকড দিয়েছে। তবে আমার মনে হয় কোহলি দেননি, ইনস্টাগ্রামের প্রযুক্তিগত ভুল ছিল। ইনস্টাগ্রাম অ্যালগারিদম কোহলিকে বলেছে, ‘আমি রাহুলকে ব্লক করছি তোমার পক্ষ হয়ে। ওকে? স্যালুটের সঙ্গে বন্ধ করে দিয়েছে।’’

এমনটা বলায় কোহলির ভক্ত-সমর্থকরা তাকে সামাজিক মাধ্যমে আক্রমণ করছে বলে জানিয়েছেন রাহুল। শুধু তাকেই না, তার পরিবারকেও করা হচ্ছে। এ নিয়ে বলতে গিয়ে কোহলিকে ‘জোকার’ সম্বোধন করে তিনি বলেছেন, ‘কোহলির থেকে তার ভক্তরা বড় জোকার। আমাকে গালি দিচ্ছে ঠিক আছে। কিন্তু আমার স্ত্রী ও বোনকেও গালি দিচ্ছে কেন? তাদের তো এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাই আমি সঠিক ছিলাম। এ কারণেই কোহলির জোকাররা এমনটা করছে। অপদার্থ জোকার।’

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
চোটের কারণে কতদিন মাঠের বাইরে থাকবেন তাসকিন? May 06, 2025
img
কলেজছাত্র আসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী May 06, 2025
img
এসএসসির ১২তম দিনে নকলের দায়ে বহিষ্কার ১৭ শিক্ষার্থী May 06, 2025
img
হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের May 06, 2025
img
আমরা যার সঙ্গে ইচ্ছা দেখা করব :আরাকান আর্মি নিয়ে নিরাপত্তা উপদেষ্টা May 06, 2025
img
জাভেদের সমালোচনা করলেন পাকিস্তানি অভিনেত্রী বুশরা May 06, 2025
img
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা May 06, 2025
img
স্টেজ শোতে ফিরছেন কুমার বিশ্বজিৎ May 06, 2025
img
১২০ টাকায় পুলিশে চাকরি পেয়েছে ছেলে, আবেগে কাঁদলেন ক্লিনার বাবা May 06, 2025
img
চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা May 06, 2025